৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ২:৪৫

 ভারতে পাচার হওয়া চার তরুণী দেশে ফিরলেন

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২১

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল।

অবৈধ পথে ভারতে পাচার হওয়া চার বাংলাদেশি তরুণী দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকালে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে এক বছর পর তাদেরকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।

তরুণীরা হলেন, জুঁই আক্তার শাহিনুর (২৪), রওশন আরা (২২),রওশন আরা সাথী (২৫) ও নাসরিন শামীম (২৩)।এরা সাতক্ষীরা, নারায়ণগঞ্জ ও বাগেরহাট জেলার বাসিন্দা।

জানা যায়, অভাব অনটনের সংসারে ভালো কাজের আশায় দালালের খপ্পরে পড়ে এক বছর আগে অবৈধ পথে তারা ভারতে পাড়ি জমায়।

ভারতের হায়দ্রাবাদে বাসা বাড়িতে কাজ করার সময় সে দেশের পুলিশ তাদের আটক করে। পরে সেখান থেকে কো-রেসকিউ নামে একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। এসময় দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি চালাচালির এক পর্যায়ে স্বদেশ প্রত্যাবর্তন আইনে তাদের দেশে ফেরত পাঠানো হয়।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু আহম্মেদ জানান, ফেরত আসাদের যশোর জাস্টিজ এন্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থা তাদের গ্রহন করে, তারাই তরুণীদের নিজ পরিবারের কাছে তুলে দেবেন।

জাস্টিস এন্ডকেয়ারের যশোর শাখার সিনিয়র প্রোগ্রামা অফিসার মো. মুহিত হোসেন জানান, সংসারে অভাব অনটনের সুযোগ নিয়ে পাচারকারীরা ভাল কাজের লোভ দেখিয়ে এদেরকে ভারতে পাচার করে। এসব তরুণীদের নাম ঠিকানা সংগ্রহ করে দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের ট্রাভেল পারমিটে দেশে ফেরত আনা হয়। ফেরত আসা তরুণীরা যদি পাচারকারীদের সনাক্ত করে মামলা করতে চায় সব ধরণের সহযোগীতা প্রদান করা হবে।

প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ৩০/১২/২১
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন