২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ৪:০৩

বেনাপোলের যুবক ১০টি স্বর্ণের বারসহ মাগুরায় আটক।

প্রকাশিত: জুন ২৯, ২০২২

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল,
যশোর জেলার শার্শা উপজেলার বেনাপোলের সাকিব হোসেন দশটি স্বর্ণের বারসহ মাগুরায় আটক হয়েছে।বুধবার (২৯ জুন) দুপুরে মাগুরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা মাগুরার বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে একটি পরিবহণ বাস থেকে তাকে প্রথমে আটক করেন। পরে তার দেহে তল্লাশি করে ১০ স্বর্ণের বার উদ্ধার করেন। উদ্ধারকৃত স্বর্ণের ওজন এক কেজি ১৬৬ গ্রাম।

আটক সাকিব হাসান বেনাপোল এলাকার ইয়াজুল ইসলামের ছেলে।

মাগুরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) খবির আহমেদ বলেন, বুধবার দুপুরে মাগুরার বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে চট্টগ্রাম থেকে সাতক্ষীরাগামী একটি পরিবহনের বাসে থেকে সাকিব নামে এক যুবক আটক করা হয়। পরে তার শরীরে তল্লাশি করে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ১ কেজি ১৬৬ গ্রাম। স্বর্ণের বার গুলো পাচারের উদ্দেশ্যে সাকিব ওই সোনার বারগুলো জুতার মধ্যে লুকিয়ে নিয়ে সাতক্ষীরায় যাচ্ছিলেন।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন বলেন, বুধবার বিকেলে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা থানায় স্বর্ণ পাচারের একটি মামলা দায়ের করেছেন।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ২৯/০৬ /২০২২
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন