৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ৪:০৫

বেনাপোলে র‌্যাবের অভিযানে বিদেশী ৪ টি পিস্তল, ৮ টি ম্যাগজিন ও ৩৮ রাউন্ড গু‌লি সহ  আটক ২ ।

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২১

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল।
বি‌দেশী ৪‌টি অস্ত্র, আটটি ম্যাগজিন ও ৩৮ রাউন্ড গু‌লিসহ দুই যুবক‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে র‌্যাব ৬ এর এক‌টি দল। মঙ্গলবার রাতে বেনা‌পোল দী‌ঘিরপাড় এলাকা থে‌কে তা‌দের  গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা  হ‌লেন য‌শোর বেনা‌পোল পু‌টখালী এলাকার  আব্দুল ম‌মিনের ছে‌লে আ‌জিজুর রহমান ও একই এলাকার  আঃ কা‌দে‌রের ছে‌লে আব্দুল্লাহ।
র‌্যাব -৬ এর পরিচালক লেঃ ক‌র্ণেল মুহাম্মাদ মোসতাক আহ‌মদ জানান, ওই দিন রা‌তে মাদকদ্রব‌্য উদ্ধা‌রের ল‌ক্ষে য‌শো‌রের বেনা‌পোল দী‌ঘিরপাড় এলাকার এক‌টি ফি‌লিং স্টেশ‌নের সাম‌নে অ‌ভিযান চালায় র‌্যাবের একটি টিম। র‌্যা‌বের উপ‌স্থি‌তি দে‌খে কয়েকজন পালা‌নোর চেষ্টা ক‌রে। এ সময় দুই যুবক আটক করা হয়। তা‌দের দেহ তল্লাশী ক‌রে চার‌টি বি‌দেশী পিস্তল ও ৩৮ রাউন্ড গু‌লি উদ্ধার করা হয়। আসামিরা এলাকায় নৈরাজ‌্য ও বিশৃঙ্খলা সৃ‌ষ্টির জন‌্য অস্ত্র বহন কর‌ছিল।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন