২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার,বিকাল ৫:৩৭

বেনাপোল ৩০ লাখ টাকার নকল ওষুধ সহ একটি কাভার্ডভ্যান আটক করেন কাস্টমস।

প্রকাশিত: আগস্ট ২৫, ২০২১

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল।
বেনাপোল বন্দরের সিজিসি ৯গেট এলাকা থেকে ৩০ লাখ টাকার বাংলাদেশী নকল ওষুধ সহ একটি কাভার্ডভ্যান আটক করেছে কাস্টমসের আইআরএম টিমের সদস্যরা।বুধবার দুপুরে উপ কমিশনার শামিমুর রহমানের নেতৃত্বে এ ওষুধের চালান টি আটক করা হয়।

কাস্টমস হাউস থেকে জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একটি কাভার্ডভ্যানে বিপুল পরিমাণ নকল ওষুধ সিজিসি ৯ নং গেট এলাকায় রয়েছে। এমন সংবাদে ভিত্তিতে উপ কমিশনার শামিমুর রহমানের নেতৃত্বে সেখানে অভিযান চালিয়ে কাভার্ডভ্যান ওষুধ গুলো আটক করা হয়েছে।
আটকের সময় গাড়ি ডাইভার ও হেলপার পালিয়ে যায়।
নকল ওষুধ কারবারীদের আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছেন কাস্টমস থেকে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন