২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার,সন্ধ্যা ৭:২০

বেনাপোল স্থলবন্দরে আনসার সদস‍্য কর্তৃক সিমেন্ট কারখানার মালামাল উদ্ধার,২জন চোর আটক।

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৩

  • শেয়ার করুন


মিলন হোসেন বেনাপোল,
বেনাপোল স্থলবন্দরের টিটিআই মাঠ থেকে বুধবার ভোরে পিসি সাকিবুজ্জামানের নেতৃত্বে আনসার বাহিনীর একটি টিম সিমেন্ট কারখানার মালামাল উদ্ধার করেছে।এ সময় মোঃ সাজু শেখ(৩৫) ও মোঃ ইছাক আলী(৩২)নামে দুইজন চোর কে আটক করা হয়।
আটক মোঃ সাজু শেখ বেনাপোল ছোটআঁচড়া গ্রামের কিনু শেখের ছেলে এবং মোঃ ইছাক ভবেরবেড় গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। তাদের আটকের পর বেনাপোল স্থলবন্দর ক‍্যাম্পে এনে  ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়।এ সময় তারা সব স্বীকার করেন।

তাদের দেয়া তথ‍্যের উপর ভিত্তি করে স্থলবন্দরের সহকারী পরিচালক রাশেদুল সজীব ও উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল রাসেল এর উপস্থিতিতে পিসি সাকিবুজ্জামান ও  আনসার সদস‍্যদের  নিয়ে বেনাপোলের ছোটআঁচড়া এলাকার এক পরিত‍্যাক্ত ডোবা থেকে ভারত থেকে আমদানিকৃত চট্টগ্রামের শাহ্ সিমেন্ট কারখানার ১৪ টি মূল‍্যবান বিল্ডিং স্ট্রাকচার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল‍্য প্রায় তিন লক্ষ টাকা।
পিসি সাকিবুজ্জামান বলেন
যশোর জেলার সম্মানিত কমান্ড্যান্ট সনজয় কুমার সাহা স্যার এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল রাসেল স্যার
এর নির্দেশে বেনাপোল বন্দরে আনসার বাহিনীর সকল সদস্যরা ২৪ ঘন্টা কাজ করে যাচ্ছে।
যেমন বন্দর থেকে পন্য চুরি প্রতিরোধ,পাসপোর্ট যাত্রীদের সেবা,রাস্তায় যানজট মুক্ত করা এ সমস্ত কাজ গুলো তারা করে যাচ্ছেন।এ সমস্ত কাজ গুলো করায় ব্যবসায়ী ও স্থানীয় সুধি সমাজ তাদের কে ধন্যবাদ জানান।

প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ২২/০২/২০২৩
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন