২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ১০:৫২

বেনাপোল বালুন্ডা বাজারে কেমিক্যাল ড্রাম কাটার সময় বিস্ফোরণে এক যুবকের মৃত্যু

প্রকাশিত: জুন ৯, ২০২২

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল,
যশোরের বেনাপোল বালুন্ডা বাজারে কেমিক্যাল ড্রাম কাটার সময় ইমন (২০)নামে এক যুবকের মৃত্যু হয়েছে । বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত ইমন বালুন্ডা গ্রামের নজরুল ইসলামের ছেলে।

এলাকাবাসী জানান,বালুন্ডা বাজারে
আব্দুল কাদের এর আসিব বাবু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নামে একটি দোকানে কাজ করতো ইমন। বিস্ফোরক ড্রামটি ভেটে কাদের পিতা অজ্ঞাত শ্বশুর এর নাম আঃ সালাম গ্রাম-বালুন্ডা(উত্তরপাড়া), থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর সে একটি পুরাতন কেমিক্যাল ব্যারেল নিয়ে আসে। ব্যারেলটি কেটে ছোট চাউলের ড্রাম বানিয়ে দিতে বলে।

ড্রামটি কাটার সময় বিকট শব্দে বিস্ফোরিত হয়ে রক্তাক্ত জখম হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। কর্মরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহ হাসপাতাল মর্গে আছে।
এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার এএসআই ইমদাদ বলেন খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ০৯/০৬/২০২২
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন