৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ৬:৩০

বেনাপোল বন্দরের ওপারে ভারতের পেট্রাপোল বন্দরে অগ্নিকান্ড ১১ টি তুলার গাড়ী ভস্মিভূত।

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২১

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল।
বেনাপোল বন্দরে বিপরীতে ভারতের পেট্রাপোল বন্দর সংলগ্ন লক্ষি পাকিংয়ে শনিবার গভির রাতে বাংলাদেশে রফতানীর অপেক্ষায় থাকা  তুলার গাড়ীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ সময় ১১ টি তুলার গাড়ী আগুনে পুড়ে যায়। তবে কোন হতাহতের ঘটনা জানা যায়নি।

ভারতের পেট্রাপোল বন্দরের স্টাফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক কার্তিক চক্রবর্তি জানান, শনিবার রাত ১০ টার দিকে পেট্রাপোল বন্দর থেকে ২ কিলোমিটার দুরে জয়ন্তিপুর লক্ষি ট্রাক পার্কিংয়ে বাংলাদেশে রফতানীর অপেক্ষায় থাকা তুলার একটি গাড়ীতে আগুন ধরে যায়। পরে পাশে থাকা আরও ১০ টি তুলার গাড়ীতে আগুন ছড়িয়ে পড়ে সেগুলিও ভস্মিভুত হয়। এ সময় অন্যান্য গাড়ী গুলিকে অন্যাত্র সরিয়ে নেয়া হয়। রাত ১১ টার দিকে হাবড়া, বনগা ও গোবরাডাংগা থেকে কয়েকটি ফায়ার সার্ভিসের গাড়ী এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে। ৫ ঘন্টা চেষ্টার পর ভোর ৪ টার দিকে আগুন নিয়ন্ত্রনে আসে। মাঝে মাঝে এখনো সেখান থেকে আগুনের ফুলকি দেখা যাচ্ছে। এ সময় কোন হতাহতের ঘটনা ঘটেনি। কিভাবে আগুন ধরলো বা কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা এ মুহুর্তে বলা সম্ভব নয় বলে তিনি জানান।

বেনাপোল বন্দরের স্টাফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজেদুর রহমান জানান,  ওপারের ব্যবসায়ীদের কাছ থেকে জানতে পেরেছি শনিবার রাতে ভারতের পেট্রাপোল বন্দর সংলগ্ন লক্ষি পাকিংয়ে  বাংলাদেশে আমদানীর অপেক্ষায় থাকা ১১টি তুলার গাড়ীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ ভোরের দিকে আগুন নিয়ন্ত্রনে এসেছে। পুড়ে যাওয়া তুলার গাড়ী গুলি বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে আমদানী হতো।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন তরফদার জানান, ভারতের পেট্রাপোল বন্দর সংলগ্ন জয়ন্তিপুর লক্ষি  ট্রাক পার্কিংয়ে আগুন ধরার ঘটনা শুনেছি। অগ্নিকান্ডের ঘটনায় বাংলাদেশে আমদানীর অপেক্ষায় থাকা ১১টি তুলার গাড়ী পুড়ে যাওয়ার কথা জানতে পেরেছি।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ০৭/১১/২১
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন