২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার,সন্ধ্যা ৬:২৩

বেনাপোল পোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে ২৮৭ বোতল ফেন্সিডিল উদ্ধার আটক ১।

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৩

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল,
বেনাপোল পোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে ২৮৭ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ নজরুল বিশ্বাস নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।রোববার ভোরে বন্দর এলাকা থেকে তাকে আটক করা হয়।সে বেনাপোল পোর্ট থানার গাতীপাড়া গ্রামের দাউদ বিশ্বাসের ছেলে।এলাকায় সে মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভূইয়া জানান,যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার)পিপিএম মহোদয় এঁর নিদের্শক্রমে ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে বেনাপোল পোর্ট থানা পুলিশের মাদক বিরোধী সাড়াশি অভিযানে অদ্য ইং-১৯/০২/২০২৩ তারিখ ১২:১০ ঘটিকায়  বেনাপোল  স্থলবন্দরের স্ক্যানিং মেশিন এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে একটি ইজি বাইকে থাকা ২৮৭ বোতল ফেন্সিডিল সহ আসামী মোঃ নজরুল বিশ্বাস (৪২)  পিতাঃ মৃত দাউদ বিশ্বাস সাং গাতিপাড়া থানা বেনাপোল  জেলা-যশোরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে যশোর কোর্টে সোপর্দ করা হবে।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ১৯/০২/২০২৩
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন