২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,বিকাল ৪:১০

বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ১২ টি স্বর্ণবারসহ পাচারকারী আটক।

প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২১

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল।

যশোরের বেনাপোলের পুটখালী সীমান্তের মসজিদ বাড়ি পোস্ট থেকে  শুক্রবার বিকালে ১২ টি স্বর্নবারসহ কামরুল হাসান (২০) নামে এক পাচারকারী আটক করেছে ২১ বিজিবি সদস্যরা।

আটক কামরুল হাসান বেনাপোল পোর্টথানাধীন পুটখালী উত্তর পাড়া গ্রামের কুদ্দুস আলীর ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, একদল স্বর্ণ পাচারকারী অবৈধভাবে ভারতে বিপুল পরিমাণ  স্বর্ণের চালান পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে খুলনা ২১ বিজিবি অধিনস্থ পুটখালী বিওপির সদস্যরা অভিযান পরিচালনা করে ১২ টি স্বর্ণের চালানসহ একজন পাচারকারীকে আটক করা হয়।

খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মনজুর ই-এলাহ জানান, বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ১২ টি স্বর্ণবারসহ একজন পাচারকারীকে আটক করা হয়েছে। আটককৃত স্বর্ণের ওজন ২কেজি ৩ ৯৫ গ্রাম। আটককৃত স্বর্ণের আনুমানিক সিজার মূল্য এক কোটি তেষট্টি লক্ষ তেত্রিশ হাজার নয় শত টাকা।, আটক আসামির বিরুদ্ধে স্বর্ন পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে ।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ১০/১২/২১
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন