মিলন হোসেন বেনাপোল।
যশোরের বেনাপোলের পুটখালী সীমান্তের মসজিদ বাড়ি পোস্ট থেকে শুক্রবার বিকালে ১২ টি স্বর্নবারসহ কামরুল হাসান (২০) নামে এক পাচারকারী আটক করেছে ২১ বিজিবি সদস্যরা।
আটক কামরুল হাসান বেনাপোল পোর্টথানাধীন পুটখালী উত্তর পাড়া গ্রামের কুদ্দুস আলীর ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, একদল স্বর্ণ পাচারকারী অবৈধভাবে ভারতে বিপুল পরিমাণ স্বর্ণের চালান পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে খুলনা ২১ বিজিবি অধিনস্থ পুটখালী বিওপির সদস্যরা অভিযান পরিচালনা করে ১২ টি স্বর্ণের চালানসহ একজন পাচারকারীকে আটক করা হয়।
খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মনজুর ই-এলাহ জানান, বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ১২ টি স্বর্ণবারসহ একজন পাচারকারীকে আটক করা হয়েছে। আটককৃত স্বর্ণের ওজন ২কেজি ৩ ৯৫ গ্রাম। আটককৃত স্বর্ণের আনুমানিক সিজার মূল্য এক কোটি তেষট্টি লক্ষ তেত্রিশ হাজার নয় শত টাকা।, আটক আসামির বিরুদ্ধে স্বর্ন পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে ।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ১০/১২/২১
মোবাইল ০১৭১২২১৭১৪৩
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত