১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার,সকাল ৬:১৪

বেনাপোল দিয়ে ভারতের ১৮ সদস্যর প্রতিবন্ধী ক্রিকেট টিমের বাংলাদেশে প্রবেশ।

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২২

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল।
ভারত থেকে ক্রিকেট খেলার উদ্দেশ্য বেনাপোল চেকপোষ্ট দিয়ে বাংলাদেশে এসেছে ১৮ সদস্যর প্রতিবন্ধী ক্রিকেট দল। তারা টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট খেলার উদ্দেশ্য বৃহস্পতিবার বেলা ৫ টার সময় বেনাপোল ইমিগ্রেশন এর আনুষ্টানিকতা শেষ করে। এরপর তারা কুমিল্লা ভিক্টোরিয়া ষ্টেডিয়ামে খেলার উদ্দেশ্য বেনাপোল থেকে রওনা হয়।

প্রতিবন্ধী দলের অধিনায়ক অভিজিৎ সিং বলেন, আমরা পশ্চিমবঙ্গের প্রতিবন্ধী ক্রিকেট দলের সদস্য। কুমিল্লায় আমরা ২১ জানুয়ারী থেকে ২৩ জানুয়ারী পর্যন্ত তিন দিন টি-২০ খেলার পর আবার বেনাপোল দিয়ে দেশে ফিরে যাব।
বেনাপোল ইমিগ্রেশন ওসি মোহাম্মাদ রাজু বলেন, ভারতের পশ্চিমবঙ্গের প্রতিবন্ধী ক্রিকেট দলের ১৮ সদস্যর একটি দল বেনাপোল ইমিগ্রেশন এর আনুষ্টানিকতা শেষে তারা কুমিল্লার ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমি মাঠে খেলার উদ্দেশ্য বেনাপোল থেকে রওয়ানা হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন