২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ১১:২৬

বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে  সাদীপুর সীমান্ত থেকে ১০ পিস স্বর্ণের বার উদ্ধার।

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৩

  • শেয়ার করুন


মিলন হোসেন বেনাপোল,
যশোরের বেনাপোল পোর্ট থানাধীন সাদীপুর সীমান্ত থেকে ১ কেজি ১৬২ গ্রাম ওজনের ১০ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ । এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার ২৩ই জানুয়ারি দিবাগত রাত ১১ টা ৫০ মিনিটে বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুর গ্রামস্থ সাদিপুর রোডের ব্রিজের সামনে পাকা রাস্তা থেকে এ স্বর্ণের চালান উদ্ধার করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভূইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সাদীপুর সীমান্ত এলাকা দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাবে। এমন সংবাদের ভিত্তিতে সাদীপুরে অভিযান পরিচালনা করা হয়। এসময় স্বর্ণ চোরাচালান কারি পুলিশের উপস্থিতি টের পেয়ে স্বর্ণের চালানটি ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে রাত্র কালীন ডিউটিরত জরুরী অফিসার সঙ্গীয় ফোর্সরা এই স্বর্ণের চালানটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। চোরাকারবারীদের ফেলে যাওয়া একটি প্যাকেট উদ্ধার পূর্বক জব্দ করে ১০ টি স্বর্ণের বার পাওয়া যায়, যার ওজন আনুমানিক ১.১৬২ গ্রাম এবং মূল্য অনুমানিক ১ কোটি ১৫ লক্ষ টাকা।

তিনি আরো জানান, এ সংক্রান্তে বেনাপোল পোর্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রেরক,
মিলন হোসেন বেনাপোল
তারিখ ২৪/০১/২০২৩
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন