১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার,সন্ধ্যা ৬:১৬

বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে গবেষণার দিকে অধিক গুরুত্ব দিতে হবে

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৪

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক : খুলনা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির আয়োজনে ‘মাস্টারিং ইওর থিসিস: ফ্রম ড্রাফট টু ডিফেন্স’ শীর্ষক এক কর্মশালা আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সকালে এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের গবেষণামনষ্ক হওয়া উচিত। শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণামুখী কর্মকাণ্ডের মাধ্যমে বিশ্ববিদ্যালয় যেমনি এগিয়ে যায়, তেমনি বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে নিজেদের এগিয়ে নেওয়া যায়। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়কে র‌্যাঙ্কিংয়ে মর্যাদাপূর্ণ অবস্থানে নিতে গবেষণার দিকে অধিক গুরুত্ব দিতে হবে। বাংলাদেশে গত কয়েক বছর ধরে বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিংয়ের বিষয়ে অ্যাক্রেডিটেশন কাউন্সিল কাজ করছে। এজন্য বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান প্রোগ্রামগুলোকে অ্যাক্রিডেট করাতে হবে।

তথ্যভিত্তিক রিসার্চ, কোয়ালিটি কারিকুলাম সব কিছুই এতে চিহ্নিত করা হয়। যার ওপর ভিত্তি করে অ্যাক্রেডিটেশন দেওয়া হয়। পরে তাদেরকে র‌্যাঙ্কিংয়ের আওতায় আনা হয়। বাংলাদেশে এখন কোনো বিশ্ববিদ্যালয় নিজ দেশের র‌্যাঙ্কিংয়ে নাই। নিজ দেশের র‌্যাঙ্কিংয়ে না থাকার কারণে উচ্চশিক্ষার জন্য বিদেশে গেলে নানা ধরনের প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়। এজন্য সবার আগে বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামগুলোকে অ্যাক্রেডিটেশনের আওতায় এনে নিজ দেশের র‌্যাঙ্কিংয়ে স্থান পাওয়া জরুরি।

প্রফেসর ড. মো. রেজাউল করিম বলেন, এই কর্মশালায় যে দুজন কি-নোট স্পিকার রয়েছেন, তারা তাদের নিজস্ব গণ্ডি পেরিয়ে অনেক উচ্চ পর্যায়ে কাজ করছেন। তাদের সংস্পর্শে এসে অর্জিত জ্ঞান শিক্ষার্থীরা ব্যক্তিগত ও পেশাগত জীবনে কাজে লাগাতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি এ ধরনের কর্মশালা আয়োজনের জন্য খুলনা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজবিজ্ঞান ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. সেলিনা আহমেদ ও একই ডিসিপ্লিনের প্রফেসর ড. সঞ্জয় কুমার চন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানের পর কর্মশালায় কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির উপদেষ্টা ও অর্থনীতি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. নাসিফ আহসান এবং খুলনা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির উপদেষ্টা ও ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. নাজমুস সাদাত।

এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন। কর্মশালায় স্পন্সর ছিল কম্পিউটার ক্যাফে, মিডিয়া পার্টনার খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি এবং ফটোগ্রাফি পার্টনার দ্বিপাক্ষিক।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন