১০ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ৩:২৮

শিরোনাম
খুলনা ও বরগুনায় নৌবাহিনীর যৌথ অভিযানে মাদকসহ আটক-৩ খুলনায় মাদক ব্যবসায়ী কর্তৃক হয়রানী থেকে বাঁচতে ও তাদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন খুলনায় নারী-পুরুষ সম্পর্কিত প্রচলিত ভুল ধারণা মোকাবিলায় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত খুলনায় ১৩ মাস বেতন না পেয়ে কর্মবিরতিতে আউটসোর্সিং কর্মচারীরা, অচল ৯ উপজেলার স্বাস্থ্যসেবা নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা উত্তরায় বিমান বিধ্বস্ত: জাতীয় বার্ন ইনস্টিটিউটে জরুরী হটলাইন চালু উত্তরায় ‘প্রশিক্ষণ বিমান’ বিধ্বস্তের ঘটনায় নিহত-১, আহত-২৬ খুলনায় প্রাথমিক বিদ্যালয় সবুজায়নে পরিকল্পনা প্রনয়ণ কর্মশালা অনুষ্ঠিত খুলনার জমিদার বাড়ী দখল ও জীবননাশের হুমকির বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

বিগ বাজেটে ছেলের জন্মদিন পালন করলেন পরী

প্রকাশিত: আগস্ট ১১, ২০২৩

  • শেয়ার করুন

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরী মণি ঢাকার এক পাঁচ তারকা হোটেলে মহা ধুমধামে জমকালো আয়োজনে ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যের প্রথম জন্মদিন উদ্যাপন করছেন। ওই দিন রাত সাড়ে ৯টায় ছেলেকে নিয়ে অনুষ্ঠানে হাজির হন পরী। রাজ্যকে ভালোবাসা জানাতে সেখানে উপস্থিত হয়েছিলেন ঢালিউডের বেশ কয়েকজন জনপ্রিয় তারকাসহ দুইশোরও বেশি অতিথি। এ ছাড়া পরীমনির আত্মীয়স্বজনও হাজির হয়েছিলেন এ আয়োজনে। এই আয়োজনে খরচ পরী মণি গণমাধ্যমকে জানান, জন্মদিনের অনুষ্ঠানে ১৪ লাখ ৮০ হাজার টাকা খরচ করেছেন তিনি। তাঁর ভাষ্যে, ‘আমি অনেক কষ্ট করে এটি জোগাড় করেছি। এই অনুষ্ঠানের জন্য রাজ্যের বাবা পাশে থাকলে এত কষ্ট নিতে হতো না আমাকে।’ এই প্রসঙ্গে অভিনেত্রী আরো বলেন, ‘রাজ্যের প্রথম জন্মদিন পালন করার উদ্দেশ্যে প্রতি মাসেই একটি পরিমাণ টাকা জমিয়েছি আমি। সেই টাকা দিয়ে আজ বাবুর জন্মদিন পালন করছি। রাজ্যের জন্মের পর থেকেই এই উদ্যোগ নিয়েছিলাম। প্রথম দিকে রাজ্যের বাবাও যুক্ত ছিল এই উদ্যোগের সঙ্গে, কিন্তু পরে তো যা হওয়ার তাই হলো। সে চলে গেল। বাবুর প্রথম জন্মদিনটি স্মরণীয় করে রাখতে চেয়েছিলাম। কিন্তু পরিপূর্ণভাবে সেটি আর হলো না।’ সন্তানের জন্মদিনের এই পুরো আয়োজনের প্রস্তুতিতে পরী মণিকে একাই দেখা গেছে। কিন্তু ছেলের এক বছর পূর্তি উৎসবে কোথাও দেখা যায়নি বাবা শরীফুল রাজকে। জানা গেছে, কলকাতায় আছেন তিনি। পরীমণি প্রতিবছরই নিজের জন্মদিন অনুষ্ঠানে একটা থিম রাখতেন। ছেলের জন্মদিনেও হয়নি ব্যতিক্রম। ছেলের জন্মদিনে থিম ছিল পদ্মফুল। অনুষ্ঠানে মা ও বাবার কেনা পোশাক পরেছে রাজ্য। মায়ের কিনে দেওয়া পদ্মফুল রঙের স্যুট আর বাবার কিনে দেওয়া সাদা রঙের জুতা পরেছেন রাজ্য। এদিকে বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে, দেশের পাশাপাশি কলকাতার সিনেমাতেও কাজ করবেন পরী মণি। বৃহস্পতিবার ছেলের এক বছরের জন্মদিনে বড় ঘোষণা করেন অভিনেত্রী। কাজে ফেরা প্রসঙ্গে পরী মণি গণমাধ্যমকে বলেন, ‘এবার কলকাতা-বাংলাদেশ মিলিয়ে কাজ করব। বেশকিছু জায়গায় কথা হয়েছে। সেগুলো মোটামুটি চূড়ান্ত। রাজ্যর জন্মদিনেই বেশকিছু প্রযোজক এই কাজগুলো নিয়ে ঘোষণা করার কথা বলেছিলেন। তবে আমি রাজি হইনি। কারণ আজ আমার বাবুর প্রথম জন্মদিন। রাজ্যর প্রথম জন্মদিনের আনন্দ কোনোকিছুর সঙ্গেই ভাগ করতে চাই না। তবে ঘোষণা শিগগিরই আসবে।’ গত ২৬ মে পরী মণি অভিনীত ‘মা’ সিনেমা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। সিনেমাটিতে মুক্তিযুদ্ধের সময়কার এক ছোট্ট শিশুর মায়ের চরিত্রে অভিনয় করেছেন। ‘মা’ পরিচালনা করেন অরণ্য আনোয়ার।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন