২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার,ভোর ৫:৫১

শিরোনাম
উত্তরায় বিমান বিধ্বস্ত: জাতীয় বার্ন ইনস্টিটিউটে জরুরী হটলাইন চালু উত্তরায় ‘প্রশিক্ষণ বিমান’ বিধ্বস্তের ঘটনায় নিহত-১, আহত-২৬ খুলনায় প্রাথমিক বিদ্যালয় সবুজায়নে পরিকল্পনা প্রনয়ণ কর্মশালা অনুষ্ঠিত খুলনার জমিদার বাড়ী দখল ও জীবননাশের হুমকির বিচারের দাবিতে সংবাদ সম্মেলন সাড়ে ৪১ কোটি টাকার মুনাফা অর্জন মোংলা বন্দরের খুলনায় ১৯ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও আর্থিক সুবিধা প্রদান সিএসএস মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম’র খুলনার সেনের বাজার সিএসএস কার্যালয়ে রেভারেন্ড পল মুন্সী স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প খুলনায় “মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা বিধানে অংশীজনদের সাথে মতবিনিময় সভা” অনুষ্ঠিত খুলনায় “৫ বছরের জন্য শিশু কল্যাণে যৌথ পরিকল্পনা প্রণয়ন কর্মশালা” ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

বাতিঘরের ঈদ উপহার বিতরণ

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৫

  • শেয়ার করুন

খবর বিজ্ঞপ্তির : মানব কলাণমূলক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাতিঘর’ প্রতিবছরের ন্যায় এবারো নগরীর সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে।
‘কর্মের মাঝে শান্তি’ এই শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (২৭ মার্চ) বেলা আড়াইটায় নগরীর নার্গিস মেমোরিয়াল ক্লিনিকের আনডারগ্রাউন্ডে অবস্থিত সুবিধা বঞ্চিত শিশুদের জন্য ‘কাম ফর আনপ্রিভিলিজড চাইল্ড (সি ইউ সি) স্কুল’ এ শিশুদের মাঝে এই নতুন কাপড় বিতরণ অনুষ্ঠিত হয়েছে। স্কুলের প্রধান পরিচালক ফাহিম সাগরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাতিঘরের সভাপতি শেখ মোঃ জাহাঙ্গীর আলম।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন, এড. জাকির উদ্দীন আহমেদ, ইন্জিনিয়ার মাহবুবুর রহমান শামিম, নুরুন্নাহার হীরা, আফরোজা কালাম রীতা, শাম্মী তালুকদার মৃনাল বিশ্বাস, শেখ তাসলিমা আলম জ্যোতি ও বাতিঘরের অন্যান্য নেতৃবৃন্দসহ প্রমুখ। ঈদ উপহার পেয়ে সুবিধাবঞ্চিত শিশুরা ক্ষণিকের জন্য যেন আনন্দ-উল্লাসে মেতে অন্য এক জগতে হারিয়ে গিয়েছিল।
এছাড়াও বাতিঘরের সৌজন্যে নগরীতে দরিদ্র পীড়িত মানুষের মাঝে রমযান মাসে খাদ্য সামগ্রীও বিতরণ করা হয়েছে।
এ সময় বক্তারা বলেন, প্রতি বছরই বাতিঘর নগরীর বিভিন্ন এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করে থাকে। তারই ধারাবাহিকতায় এবারে আজ ২৬ রোযায় নগরীতে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাম ফর আনপ্রিভিলিজড চাইল্ড (সি ইউ সি) স্কুলে অধ্যায়নরত শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার স্বরূপ নতুন কাপড় বিতরণ করেছে। এমন একটা অনুষ্ঠানে না আসলে উপলব্ধিই করতে পারতাম না যে, সমাজের এই সুবিধা বঞ্চিত শিশুরা সামান্য একটু সহানুভুতিমাখা মিষ্টি সুরের আদরের কাঙাল। খুবই সহজে ও সামান্যতেই ওরা সবাইকে আপন করে নিতে পারে, যা সমাজের উচ্চস্তরের মানুষের মাঝে আজ বড্ড অভাব। এদের কাছ থেকে আমাদের অনেক কিছু শিখে তা সমাজের উন্নয়নে ব্যবহার করা যেতে পারে। তাই মাঝে-মাঝে এদের সাথে কিছুটা সময় কাটানো উচিত সবার। আর সামাজিক সংগঠন ‘বাতিঘর’ মেলবন্ধনের মাধমে এ কাজকে সহজতর করে দিয়েছে। অর্থ সম্পদই যে জীবনের সবকিছু নয় তা এখানে আসলেই বোঝা যায়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন