২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১:০৬

বাগেরহাটের বিলুপ্ত হয়ে যাওয়া তাল পাতার পাঠশালা

প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৩

  • শেয়ার করুন

মাসুম হাওলাদার বাগেরহাট থেকে: বাগেরহাটের চিতলমারী উপজেলাতে দেখা মিলেছে তাল পাতার পাঠশালা। যে পাঠশালা আজওমনে করিয়ে দেয় পুরনো শিক্ষা ব্যবস্থার কথা । বিলুপ্ত হয়ে যাওয়া এই পাঠশালার চিত্র দেখেতাল পাতায় লেখা মানুষেরা কিছুক্ষণের জন্য হলেও হারিয়ে যান অতীতের দোয়াত কলমেরজীবনে। এখানে দোয়াতের কালি আর বাঁশের কঞ্চির কলম দিয়ে তাল পাতায় লিখছে কোমলমতিশিশুরা। বর্তমান প্রজন্মের কাছে পাঠশালার এমন ছবি রূপকথার গল্প মনে হতে পারে।নান্দনিক সেই স্মৃতিগুলো বিলুপ্ত হয়ে গেলেও। এই স্মৃতিটুকু ধরে রেখেছেন সত্তরোর্ধ্বপন্ডিত মহাশয় খ্যাত কালিপদ বাছাড়। সকাল হলে তার তাল পাতার পাঠশালায় কোমলমতিশিশুদের কলকাকলিতে মুখর হয়ে ওঠে। তিনি জানান তার পাঠশালা থেকে শিশুরা প্রথমঅক্ষরজ্ঞান লাভ করে । তারা স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, বানান, যুক্তাক্ষর, শতকিয়া,নামতা, ধর্মীয় ও নৈতিক শিক্ষা গ্রহণ করে । এই তালপাতার পাঠশালা এলাকার থেকে শিশুদেরবিদ্যালয়ে যাওয়ার উপযোগী করে গড়ে তোলা হয়।
উপজেলার সদর ইউনিয়নের ডুমুরিয়া দক্ষিন পাড়া শিশু শিক্ষা নিকেতনটি ২০০৫ সালে স্থাপিতহয়ে ১৮ বৎসরাধিক চালু রয়েছে। পন্ডিত কালিপদ আরো জানান, এই দীর্ঘ সময় তিনি কোমলমতি শিশুদের হাতে খড়ি দিয়ে আসছেন। বিনিময় প্রতি শিক্ষার্থীর পরিবার থেকে বর্তমান
১৫০ টাকা পারিশ্রমিক বাবদ গ্রহন করছেন।
স্থানীয় শিক্ষার্থী অভিভাবকদের সাথে কথা হলে তারা জানান, এ পাঠশালায় প্রায় অর্ধশত
শিশু তালপাতায় অক্ষর চর্চা করে। তাল পাতায় অক্ষর চর্চায় হাতের লেখা ভালো হয়। শিশুরা
সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত শিক্ষা গ্রহনের পাশাপাশি গান, কবিতা, ধর্মীয় ও নৈতিক
শিক্ষার চর্চা করছে। এসময় তারা বৃদ্ধ পন্ডিত মহাশয়ের প্রতি শ্রদ্ধা জ্ঞপন করেন##

 

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন