২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার,সকাল ১১:১৭

বাংলাদেশের ত্রাণ সহায়তা প্রত্যাখ্যান করল বন্যাকবলিত পাকিস্তান

প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২২

  • শেয়ার করুন

জলবায়ু পরিবর্তনের কারণে রেকর্ড বৃষ্টি এবং হিমবাহ গলে আসার কারণে সৃষ্ট ভয়াবহ বন্যায় আর্থিক ও মানবিক দুর্ভোগ কাটিয়ে ওঠতে বাংলাদেশের মানবিক সহায়তা প্রত্যাখ্যান করেছে পাকিস্তান।

গতকাল বুধবার (১৪ সেপ্টেম্বর) ভারতীয় বার্তা সংস্থা ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের (আইএএনএস) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পাকিস্তানের বন্যা পরিস্থিতি মোকাবেলায় এক কোটি ৪০ লাখ টাকা (প্রায় দেড় লাখ মার্কিন ডলার) সাহায্য দেওয়ার প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ।

গত ১ সেপ্টেম্বর বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণাল পাকিস্তানে ১০ টন বিস্কুট, ১০ টন শুকনা কেক, ১০ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ৫০ হাজার প্যাকেট ওরাল স্যালাইন, পাঁচ হাজার মশারির জাল, দুই হাজার কম্বল, দুই হাজার তাঁবু পাঠানোর বরাদ্দ দেয়।
ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবেলায় আন্তর্জাতিক ত্রাণ সহায়তা পেয়েছিল পাকিস্তান। বিশ্বের বিভিন্ন দেশের পক্ষ থেকে পাকিস্তানকে মানবিক সহায়তা দেওয়া হলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল।

পাকিস্তানের জাতীয় বন্যা রেসপন্স কোঅর্ডিনেশন সেন্টার (এনএফআরসিসি) জানিয়েছে, বন্যার কারণে ৪০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি অর্থনৈতিক ক্ষতি হতে পারে। যদিও শুরুতে ১৮ বিলিয়ন মার্কিন ডলার ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হয়েছিল।

পাকিস্তানে দেশটির ইতিহাসে ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছে। বন্যায় দেশটিতে প্রায় দেড় হাজার মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে। এছাড়া, বহু বাড়িঘর, রাস্তা, ব্রিজ বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বন্যার পানিতে দেশটির এক-তৃতীয়াংশ অঞ্চল পানিতে ডুবে যায়। দেশটির মোট ২২ কোটি জনসংখ্যার মধ্যে ৩ কোটি ৩০ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন