২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ১১:১৩

বন্যাদুর্গত ১২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করলেন মোংলা বন্দর কর্তৃপক্ষ

প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৪

  • শেয়ার করুন

সোমবার (২৬ আগস্ট) সকালে পাইকগাছার দুইশত পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন মোংলা বন্দর কর্তৃপক্ষ।
এছাড়া দেশের বিভিন্ন জেলা ভয়াবহ বন্যা কবলিত হওয়ায় বন্যায় আক্রান্ত মানুষদের সহযোগীতা করা এবং চলমান বন্যা মোকাবেলায় মোংলা বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে ফেনীতে এক হাজার পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

ত্রাণ সামগ্রী হিসেবে ফেনী ও খুলনা পাইকগাছার মোট ১২০০ পরিবারকে চাল, চিড়া, গুড়, মসুর ডাল, সয়াবিন তেল, আলু, লবন, পানি, মোমবাতি, ওরস্যালাইন, লাইটার, বিস্কুট, ওয়াটার পিউরিফায়ার ট্যাবলেট সরবরাহ করা হয়। মোংলা বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে মোট ১৯ (উনিশ) টন খাদ্য, বিশুদ্ধ পানি ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়।

পাইকগাছায় ত্রাণ সামগ্রী বিতরণকালে মোংলা বন্দর কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী (মেরিন) কমান্ডার মো. নূর হাসান, উপ-পরিচালক (জনসংযোগ) মোঃ মাকরুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তারা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন