২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,দুপুর ১২:৫০

ফের নিরাপদ সড়ক আন্দোলন: লাল কার্ড হাতে রাজপথে শিক্ষার্থীরা

প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২১

  • শেয়ার করুন

নিরাপদ সড়ক নিশ্চিত করার দাবিতে রাজপথে আবারো আন্দোলনে সোচ্চার হয়েছেন ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আজ শনিবার রাজধানীর ধানমণ্ডি-২৭ এ সড়কে নেমে অবস্থান করতে দেখা গেছে তাদেরকে। এবার সড়কের অব্যবস্থাপনা ও দুর্নীতির বিরুদ্ধে লাল কার্ড নিয়ে রাস্তায় নেমেছেন তারা।এ সময় নিরাপদ সড়কের দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দেয় শিক্ষার্থীরা।

শনিবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টা ১৫ মিনিটে খিলগাঁও মডেল কলেজের ২০-৩০ জন শিক্ষার্থী রামপুরা ব্রিজের হাতিরঝিল থানা অংশে লাল কার্ড নিয়ে আন্দোলন করছেন। এদিকে, নিউমার্কেট-মিরপুর সড়কে বিপুল সংখ্যক শিক্ষার্থী অবস্থান নেয়ায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এতে ব্যস্ততম সড়কটিতে তীব্র যানজটের সৃষ্টি হয়, যাত্রীরা পড়েন চরম দুর্ভোগে।

আন্দোলনকারীরা হ্যান্ডমাইকে ঘোষণা করেন, ২০১৮ সালে নিরাপদ সড়ক আন্দোলনে যে ৯ দফা দাবি পেশ করা হয়, তা আজও বাস্তবায়ন করা হয়নি। সেসব দাবি পূর্ণাঙ্গভাবে দ্রুত বাস্তবায়ন করতে হবে। সেইসঙ্গে শিক্ষার্থীদের হাফ পাস নিশ্চিত করতে অবিলম্বে প্রজ্ঞাপন জারি করতে হবে।

জানা গেছে, ধানমণ্ডির আন্দোলনে ওই এলাকার আশপাশের বেশ কিছু প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। এর মধ্যে রয়েছে- লালমাটিয়া মহিলা কলেজ, মোহাম্মদপুর সরকারি কলেজ, নিউ মডেল ডিগ্রি কলেজ, মোহাম্মদপুর মহিলা কলেজ, রেসিডেনসিয়াল মডেল কলেজ, মুন্সি আব্দুর রউফ কলেজ, সিটি কলেজ, ঢাকা কলেজ ও তেজগাঁও কলেজ।

এদিন ২০১৮ সালের মতো সড়কে গাড়ির শৃঙ্খলা নিশ্চিত করতে ট্রাফিক পুলিশের মতো দায়িত্ব পালন করতে দেখা যায় শিক্ষার্থীদের। এ সময় গাড়ি চালকদের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা এবং আইন মেনে গাড়ি চালানোর অনুরোধও জানায় তারা।

এর আগে ২০১৮ সালে ঢাকায় সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে বড় ধরনের আন্দোলন দানা বাধে রাজধানীসহ সারা দেশে। পরে আন্দোলনের মুখে বিদ্যমান সড়ক আইন সংশোধন করতে বাধ্য হয় সরকার। যদিও সেটা কার্যকর করা নিয়ে প্রশ্ন রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন