২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ১২:৫০

ফকিরহাটে বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে সেলাই মেশিন বিতরণ

প্রকাশিত: আগস্ট ৮, ২০২৩

  • শেয়ার করুন

ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে অসহায় ও দুঃস্থ্য প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের সেলাই মেশিন ও অর্থ প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (৮ আগষ্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম মিলনায়তনে এক অনুষ্ঠানে উপরোক্ত সেলাই মেশিন বিতরন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ সাখাওয়াত হোসেন, বেতাগা ইউপি চেয়ারম্যান মো. ইউনুস আলী শেখ, বীর মুক্তিযোদ্ধা শেখ মো. আবু বকর, শিক্ষক শেখ আ. সাত্তার, মাদ্রাসা সুপার আবু বকর সিদ্দিক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রহলাদ চন্দ্র দেবনাথ প্রমূখ। অনুষ্ঠানে ৬জন নারীকে সেলাই মেশিন ও ৪জন নারীকে ৮হাজার টাকা নগদের মাধ্যমে প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. জাহিদুর রহমানের পরিচালনায় দোয়া অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, গনমাধ্যমকর্মী ও সূধিজন উপস্থিত ছিলেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন