২৩শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ৩:০৫

শিরোনাম
খুলনায় ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সচেতনতা সভা করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনার লবণচরায় পিওর আর্থ এর সীসা দূষণ সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত খুলনা মহানগরীতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র “ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সংলাপ” মোংলা বন্দরের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন খুলনায় ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা’ শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত ব্যাংকিং সেক্টরে এস আলমের একচ্ছত্র নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ ৫ দফা দাবিতে খুলনায় সংবাদ সম্মেলন খুলনার তেরখাদায় নৌবাহিনীর অভিযানে অবৈধ কারেন্ট জাল ও চায়না দোয়ারী জাল আটক খুলনা মহানগরীর ১ ও ২৫নং ওয়ার্ডকে শিশুশ্রমমুক্ত ঘোষণা

ফকিরহাট আট্টাকা কে আলী মাঃ বিদ্যালয়ে ঝুকিপূর্ণ ভবনে চলছে পাঠদান

প্রকাশিত: জুন ৯, ২০২৪

  • শেয়ার করুন

ফকিরহাট প্রতিনিধি:

বাগেরহাটের ফকিরহাট আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ঝুকির্পর্ণ একটি ভবনে চলছে পাঠদান। যে কোন মুহুর্তে ছোট দুর্ঘটনার পাশাপাশি বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশংকা করছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা আনোয়ারা বেগম জানান, ১৯৬৯ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত। দ্বিতল এই ভবনটি নির্মাণ করা হয় ১৯৮০ সালে। বিদ্যালয়ে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ৫৯৫জন। সম্প্রতি ভবনের সপ্তম ও অষ্টম শ্রেণির ছাত্রীদের দুটি কক্ষের ছাদ থেকে প্লাষ্টার খসে পড়েছে। কিছুটা ফাটলও ধরেছে ভবনের। যে কারনে সেখানে পাঠদান করা সম্ভব হচ্ছে না। ফলে সপ্তম ও অষ্টম শ্রেণির ছাত্রদের কক্ষে পাঠদান করা হচ্ছে। পাঠদান শেষ হলে ছাত্রীদের পুনরায় কমানরুমে নিয়ে আসা হচ্ছে। শ্রেণি কক্ষের অভাবে এসব শিক্ষার্থীদের পাঠদানে কিছুটা হলেও বাধাগ্রস্থ হচ্ছে। আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের (সাবেক) সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য বিশ^াস সাইফুল ইসলাম জানান, বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে শিক্ষার্থীদের উপস্থিতি যেমন বেড়েছে, তেমনি বেড়েছে শিক্ষার মান উন্নয়ন। বর্তমানে ভবনটি বেহাল দশায় পরিনত হয়েছে। বিভিন্ন জায়গা থেকে প্লাষ্টার খসে পড়ছে। যে কারনে শিক্ষার্থীরা আতংকের মধ্যে রয়েছে। তিনি নতুন একটি ভবন নির্মাণ অথবা সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনাও করেন। এব্যাপারে বিদ্যালয় পরিচালনা পরিষদের বর্তমান সভাপতি মো. হাজের আলী জানান, ভবনটি দিনদিন ঝুকিপূর্ণ হয়ে পড়ছে। অবিলম্বে বিদ্যালয়ে একটি নতুন ভবনের জন্য তিনি শিক্ষা বিভাগের দৃষ্টি আকর্ষন করেছেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন