২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার,সকাল ৭:১৭

প্রায় অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ ভোমরা সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের এডহক কমিটির আহবায়কের বিরুদ্ধে 

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২২

  • শেয়ার করুন

এম জিয়াউল ইসলাম জিয়াঃ

সাতক্ষীরার ভোমরা কাষ্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস এ্যাসোসিয়েশনের(রেজিঃ নং- খুলনা-২০৪৬) এডহক কমিটির চারজন সদস্য প্রধান আহবায়কের বিরুদ্ধে একতরফা সিদ্ধান্ত গ্রহন, দূর্ণীতি, স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের খুলনা বিভাগীয় শ্রম দপ্তরে একটি লিখিত অভিযোগপত্র দাখিল করে। প্রাপ্ত অভিযোগপত্র থেকে জানা যায়, এডহক কমিটির আহবায়ক এজাজ আহমেদ স্বপন এ্যাসোসিয়েশনের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কমিটির অন্যান্য সদস্যদের অবহিত না করে একতরফাভাবে সিদ্ধান্ত গ্রহন করে থাকেন। এডহক কমিটির অন্যান্য সদস্যদের সিদ্ধান্ত ব্যতিত ব্যাংক থেকে টাকা উত্তোলন এবং নগদ অর্থ কালেকশন করারও অভিযোগ আনা হয়। চলতি অর্থবছরের ২৮ ফেব্রæয়ারী ২০২২ তারিখ পর্যন্ত বিভিন্ন খাত থেকে এ্যাসোসিয়েশনের ৪৮ লক্ষ ৪৯ হাজার ৯২৫ টাকা আয় হলেও বর্তমানে এ্যাসোসিয়েশনের অর্থ তহবিল (একাউন্ট) শূণ্যের খাতে। এ বিপুল পরিমান অর্থ প্রধান আহবায়ক কমিটির অন্যান্য সদস্যদের না জানিয়ে ক্ষমতাবলে এককভাবে উত্তোলন করে আত্মসাৎ করেছেন বলেও অভিযোগ আনা হয়েছে। তার স্বেচ্ছাচারিতা ও একক সিদ্ধান্তের কারণে এডহক কমিটির কার্যক্রম পরিচালনা করা অসম্ভব হয়ে পড়েছে। ভোমরা কাষ্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস এ্যাসোসিয়েশনের নির্বাচন পরিচালনার পদক্ষেপ গ্রহনে বর্তমান এডহক কমিটির সদস্য মিজানুর রহমানকে আহবায়ক হিসাবে দায়িত্ব পালনের অনুমতি দিয়ে এবং বর্তমান আহবায়ক শেখ এজাজ আহমেদের বিরুদ্ধে আনিত অভিযোগসমূহের বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য খুলনা বিভাগীয় শ্রম দপ্তরে হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এডহক কমিটির চারজন সদস্য। অভিযোগকারীরা হলেন এডহক কমিটির আশরাফুজ্জামান আশু, রামকৃষ্ণ চক্রবর্তী, মিজানুর রহমান এবং এ.এস.এম মাকছুদ খান। এদিকে ভোমরা কাষ্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস এ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠানকে কেন্দ্র করে এ.এস.এম মাকছুদ খান খুলনা বিভাগীয় শ্রম আদালতে একটি মামলা দায়ের করেন(যার নং- শ্রম/০১/২০২২)। গত ২৩ মার্চ ২০২২ তারিখে শ্রম আদালত থেকে একটি নিরপেক্ষ নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে সঠিক ভোটার তালিকা প্রণয়ন করার মধ্য দিয়ে পূনঃ তফশীল ঘোষনা করে আগামী ৬০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার আদেশ দেওয়া হয়। এছাড়া হাইকোর্টের রীট পিটিশন নং-৯৭৯৯/২১ এর বিগত ০৮ নভেম্বর ২০২১ তারিখে নির্দেশনা প্রতিপালন পূর্বক নির্বাচন সংশ্লিষ্ট সকল কার্যক্রম সার্বিক তত্তাবধান করে ৩১ মে ২০২২ তারিখে খুলনা বিভাগীয় শ্রম আদালতে প্রতিবেদন দাখিলের জন্য পরিচালক ও রেজিস্টার অব ট্রেড ইউনিয়ন্স, খুলনাকে নির্দেশ প্রদান করা হয়েছে। উচ্চ আদালতের নির্দেশনা মোতাবেক যথাসময়ে নির্বাচন সম্পন্ন হওয়া আবশ্যক। এদিকে ভোমরা স্থলবন্দরে শ্রম পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে ভোমরা কাষ্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস এ্যাসোসিয়েশনের এডহক কমিটির আহŸায়ক এবং অন্য চার সদস্যদের মধ্যে সমন্বয়হী

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন