১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,সন্ধ্যা ৭:৫৭

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে “হসপিটালিটি ম্যানেজমেন্ট ও কুলিনারি আর্টস” এর উপর কেরিয়ার কাউন্সিলিং এবং সহযোগি সংগঠনের সাথে মতবিনিময় সভা খুলনায় কারিগরি শিক্ষায় বেকার ও প্রতিবন্ধী যুবদের সম্পৃক্তকরণ ও উদ্বুদ্ধকরণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত খুলনায় ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সচেতনতা সভা করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনার লবণচরায় পিওর আর্থ এর সীসা দূষণ সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত খুলনা মহানগরীতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র “ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সংলাপ” মোংলা বন্দরের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন খুলনায় ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা’ শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত ব্যাংকিং সেক্টরে এস আলমের একচ্ছত্র নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ ৫ দফা দাবিতে খুলনায় সংবাদ সম্মেলন

প্রথমবার আইএও’র মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন বাংলাদেশের

প্রকাশিত: আগস্ট ১, ২০২৫

  • শেয়ার করুন

ঢাকা অফিস : প্রথমবার আইএও’র মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করলো বাংলাদেশ। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে তেলবাহি জাহাজ ‘বাংলার সৌরভ’ ভয়াবহ বিস্ফোরণের পর সৃষ্ট আগুন অত্যন্ত সাহসিকতার সাথে নেভানোর স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ নৌবাহিনীর সদস্য, কোস্টগার্ডের লেফটেন্যান্ট মোহাম্মদ শফিউল আলম এবং অগ্নিনির্বাপণকারী জাহাজ ‘প্রমত্ত’-এর ক্রুদের পুরস্কারে ভূষিত করেছে জাতিসংঘের আওতাধীন আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা (আইএমও)।

২০২৪ সালের ৫ অক্টোবর তেলবাহি জাহাজ বাংলার সৌরভে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

১৭৬টি দেশের সমন্বয়ে গঠিত আইএমও ‘সমুদ্রে অসাধারণ সাহসিকতা’ (ঊীপবঢ়ঃরড়হধষ ইৎধাবৎু ধঃ ঝবধ) পুরস্কারে ভূষিত করেছে তাদের। আইএমও প্রতি বছরই সেইসব ব্যক্তিদের এই পুরস্কারে ভূষিত করে, যারা সমুদ্রে নিজের জীবনের ঝুঁকি নিয়ে অন্যের জীবন রক্ষা করেন এবং জরুরি পরিস্থিতি নিয়ন্ত্রণে অসামান্য অবদান রাখেন। আইএমও-এর ১২৫তম সেশনে গৃহীত সিদ্ধান্ত অনুসারে, এই প্রথমবারের মতো বাংলাদেশ এই মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করলো, যা দেশের জন্য এক বিরাট সম্মান।

‘বাংলার সৌরভ’ ট্যাঙ্কারে বিস্ফোরণের পর নৌবাহিনী, কোস্টগার্ড এবং বন্দর কর্তৃপক্ষের প্রায় চার ঘণ্টার সম্মিলিত প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তাদের এই সাহসী এবং পেশাদারী অভিযানে শুধুমাত্র মূল্যবান জীবনই বাঁচানো যায়নি, বরং একটি বড় ধরনের সামুদ্রিক দূষণের হাত থেকেও পরিবেশকে রক্ষা করা গেছে।
আইএমও-এর মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গেজ তার প্রেরিত ‘প্রশংসাপত্র’ (খবঃঃবৎ ড়ভ ঈড়সসবহফধঃরড়হ)-এ লেফটেন্যান্ট শফিউল আলম ও তার ক্রুদের ভূয়সী প্রশংসা করে উল্লেখ করেন, ‘আইএমও কাউন্সিলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে আমি ব্যক্তিগতভাবে আপনাদের অসাধারণ কাজের জন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনারা যেভাবে অভিযান চালিয়েছেন, তাতে একটি বড় ধরনের সামুদ্রিক দূষণ থেকে মুক্তি পাওয়া সম্ভব হয়েছে। আপনাদের অসাধারণ সাহস, পেশাদারিত্ব এবং কর্তব্যনিষ্ঠা সত্যিই উল্লেখযোগ্য। আপনারা সমুদ্র পেশার সর্বোচ্চ ঐতিহ্য রক্ষা করেছেন- এজন্য আপনাদের প্রতি গভীর শ্রদ্ধা ও অভিনন্দন রইল।

ঘটনার সময় ‘বাংলার সৌরভ’ জাহাজে প্রায় ১১ হাজার ৫৫ টন তেল এবং ৪৮ জন কর্মী ছিলেন। আগুন লাগার পর আত্মরক্ষার জন্য কেউ কেউ পানিতে ঝাঁপিয়ে পড়লেও, সকলের সম্মিলিত প্রচেষ্টায় তাদের সবাইকেই অক্ষত উদ্ধার করা সম্ভব হয়।

উল্লেখ্য, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মালিকানাধীন ‘বাংলার জ্যোতি’ ও ‘বাংলার সৌরভ’ নামক এই দুটি তেলবাহী জাহাজ সাগরে অপেক্ষমাণ বড় জাহাজ থেকে তেল সংগ্রহ করে বন্দরে পৌঁছে দেওয়ার কাজ করে আসছিল।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন