২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সন্ধ্যা ৭:২২

শিরোনাম
অশ্রুসিক্ত হৃদয়ে খুলনায় পালিত হলো ইমাম হুসাইন (আ.)’র পবিত্র চেহলাম খুলনা ও বরগুনায় নৌবাহিনীর যৌথ অভিযানে মাদকসহ আটক-৩ খুলনায় মাদক ব্যবসায়ী কর্তৃক হয়রানী থেকে বাঁচতে ও তাদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন খুলনায় নারী-পুরুষ সম্পর্কিত প্রচলিত ভুল ধারণা মোকাবিলায় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত খুলনায় ১৩ মাস বেতন না পেয়ে কর্মবিরতিতে আউটসোর্সিং কর্মচারীরা, অচল ৯ উপজেলার স্বাস্থ্যসেবা নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা উত্তরায় বিমান বিধ্বস্ত: জাতীয় বার্ন ইনস্টিটিউটে জরুরী হটলাইন চালু উত্তরায় ‘প্রশিক্ষণ বিমান’ বিধ্বস্তের ঘটনায় নিহত-১, আহত-২৬ খুলনায় প্রাথমিক বিদ্যালয় সবুজায়নে পরিকল্পনা প্রনয়ণ কর্মশালা অনুষ্ঠিত

প্রথম কার্যনির্বাহী কমিটির বৈঠকের মাধ্যমে স্টার্টআপ কুষ্টিয়ার যাত্রা শুরু

প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৫

  • শেয়ার করুন

স্টার্টআপ কুষ্টিয়া, একটি প্রগতিশীল উদ্যোগ যা কুষ্টিয়ায় উদ্যোক্তা সৃজন, উদ্ভাবন ও এসএমই উন্নয়নে নিবেদিত, তাদের প্রথম কার্যনির্বাহী কমিটির (ইসি) বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। এ বৈঠকটি অনুষ্ঠিত হয় ২৬ আগস্ট, ২০২৫ তারিখে।

নবগঠিত কার্যনির্বাহী কমিটির নেতৃত্বে রয়েছেন প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মাদ আলতামিশ নাবিল। কমিটিতে আরও আছেন এ. আর. রাজীব (এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট), এ. এইচ. আলী (ভাইস প্রেসিডেন্ট), আনন্দ কুটুম (সেক্রেটারি) এবং ঈশা খান (পরিচালক)। এই কমিটি কুষ্টিয়ার তরুণ উদ্ভাবক ও ক্ষুদ্র ব্যবসায়ী নেতাদের জন্য একটি শক্তিশালী উদ্যোক্তা পরিবেশ গড়ে তুলতে স্টার্টআপ কুষ্টিয়াকে এগিয়ে নিয়ে যাবে।

স্টার্টআপ কুষ্টিয়ার লক্ষ্য একটি আত্মনির্ভরশীল ও উদ্যোক্তাবান্ধব কুষ্টিয়া গড়ে তোলা, যেখানে প্রতিটি তরুণ তাদের উদ্ভাবনী চিন্তাকে এমন ব্যবসায় রূপান্তর করতে পারবে যা কর্মসংস্থান সৃষ্টি করবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখবে। এর মিশন হলো শিক্ষা প্রতিষ্ঠানে উদ্যোক্তা চেতনা ছড়িয়ে দেওয়া, তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে সহায়তা করা, স্থানীয় সমস্যা ও সম্পদকে কেন্দ্র করে উদ্ভাবনকে উৎসাহিত করা এবং উদ্যোক্তা সম্প্রদায়কে জাতীয় ও আন্তর্জাতিক প্ল্যাটফর্মের সাথে যুক্ত করা।

প্রথম বৈঠকে আলোচনায় উঠে আসে আসন্ন কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে-অফিশিয়াল সোশ্যাল মিডিয়া চ্যানেলের মাধ্যমে অনলাইনে সদস্য নিবন্ধন চালু করা। এছাড়া শীঘ্রই একটি এন্ট্রাপ্রেনারশিপ বুট-ক্যাম্প এবং একটি গ্র্যান্ড লঞ্চিং ইভেন্ট আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে, যা কুষ্টিয়ার নতুন উদ্যোক্তা, এসএমই ও স্টার্টআপদের কেন্দ্র করে অনুষ্ঠিত হবে। ভবিষ্যতে নিয়মিত প্রশিক্ষণ সেশন, মেন্টরশিপ কার্যক্রম, সফল উদ্যোক্তাদের নিয়ে গেস্ট স্পিকার প্রোগ্রাম এবং স্থানীয় সফলতার গল্পগুলো তুলে ধরতে স্টোরিটেলিং ক্যাম্পেইন আয়োজন করা হবে।

“স্টার্টআপ কুষ্টিয়া কেবল একটি সংগঠন নয়, এটি কুষ্টিয়ার তরুণদের জন্য একটি আন্দোলন,” বলেন মুহাম্মাদ আলতামিশ নাবিল, প্রতিষ্ঠাতা সভাপতি, স্টার্টআপ কুষ্টিয়া। “আমাদের লক্ষ্য হলো সঠিক দিকনির্দেশনা, মেন্টরশিপ ও সুযোগ তৈরি করা, যাতে স্থানীয় উদ্ভাবকরা তাদের ধারণাগুলোকে প্রভাবশালী ব্যবসায়ে রূপান্তর করতে পারেন।”

স্টার্টআপ কুষ্টিয়া একটি কমিউনিটি-চালিত প্ল্যাটফর্ম, যা শিক্ষার্থী, উদ্ভাবক, স্টার্টআপ প্রতিষ্ঠাতা ও এসএমই উদ্যোক্তাদের একত্রিত করে। উদ্যোক্তা বিকাশ, উদ্ভাবন এবং জ্ঞান বিনিময়ের মাধ্যমে এই সংগঠনটি তরুণদের ক্ষমতায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং কুষ্টিয়ার টেকসই অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে চায়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন