২৮শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ৯:৫৭

শিরোনাম
খুলনায় ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা’ শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত ব্যাংকিং সেক্টরে এস আলমের একচ্ছত্র নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ ৫ দফা দাবিতে খুলনায় সংবাদ সম্মেলন খুলনার তেরখাদায় নৌবাহিনীর অভিযানে অবৈধ কারেন্ট জাল ও চায়না দোয়ারী জাল আটক খুলনা মহানগরীর ১ ও ২৫নং ওয়ার্ডকে শিশুশ্রমমুক্ত ঘোষণা খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পূনঃ সবুজায়ন কার্যক্রম উদযাপন এবং সমন্বিত সবুজ বিদ্যালয় ঘোষণা অনুষ্ঠিত মারধরের মামলায় খুলনা জেলা কারাগারে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টী সত্যানন্দ দত্ত নতুন করারোপ ছাড়া কেসিসির ৭১৯ কোটি টাকার বাজেট ঘোষণা অশ্রুসিক্ত হৃদয়ে খুলনায় পালিত হলো ইমাম হুসাইন (আ.)’র পবিত্র চেহলাম

পিরোজপুরে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২২

  • শেয়ার করুন

পিরোজপুরের ভান্ডারিয়ায় মামুন হাওলাদর (৫০) নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

সোমবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে জেলার ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আজাহারিয়া শিকদার বাড়ি এলাকায় ঘটে এ ঘটনা।

তিনি জেলার কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের ৯ নম্বর ওয়র্ডের মেম্বার ও স্থানীয় মেহনাজ হাওলাদারের ছেলে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন সকালে ওই ইউপি সদস্য নিজ বাড়ি থেকে বের হয়ে ইউনিয়ন পরিষদের দিকে যাচ্ছিলেন।

পথে ভান্ডারিয়ায় উপজেলার লিংক সড়কের ভিটাবাড়িয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আজাহারিয়া মাদরাসার সামনে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা একদল দূর্বৃত্তরা তার ওপর হামলা চালায়।
সেখানে তার বাম পা বিচ্ছিন্ন করাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে রাস্তার পাশে ফেলে রাখা হয়।

পরে স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।
জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাঈদুর রহমান বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, ওই ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কাউকে এখানও গ্রেফতার করা হয়নি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন