২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ৭:৪৬

পাইকগাছায় রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানের দাফন সম্পন্ন

প্রকাশিত: আগস্ট ৩, ২০২০

  • শেয়ার করুন

এ কে আজাদ, পাইকগাছাঃ পাইকগাছায় রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানের (৮০) দাফন সম্পন্ন হয়েছে। বাদ্ধ্যক্যজনিত কারনে শনিবার রাতে তিনি মৃতুবরন করেন।

রবিবার অাসরবাদ পাশ্ববর্তী ঈদগাহ মাঠে জানাযা পূর্বে মরহুমের কফিনে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন উপজেলা সহকরী কমিশনার (ভূমি) আরাফাতুল আলম, পাইকগাছা থানা প্রশাসন। জানাযায় অংশ গ্রহণ করেন, সাবেক সংসদ সদস্য এ্যডঃ সোহরাব অালী সানা, চেয়ারম্যান রুহুলামিন বিশ্বাস, সাবেক চেয়ারম্যান মোস্থফা কামাল বন্ধন, প্যনেল চেয়ারম্যান অাব্দুস ছালাম কেরু, মুত্তিযোদ্ধা শেখ তুকারাম হোসেন টুকু, রেজাউল করিম,মামুনা রশিদ, আক্তার হোসেন গাইন,সাইদুল সরদান,হামিম সানা।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন