২২শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ১০:৫২

শিরোনাম
উত্তরায় বিমান বিধ্বস্ত: জাতীয় বার্ন ইনস্টিটিউটে জরুরী হটলাইন চালু উত্তরায় ‘প্রশিক্ষণ বিমান’ বিধ্বস্তের ঘটনায় নিহত-১, আহত-২৬ খুলনায় প্রাথমিক বিদ্যালয় সবুজায়নে পরিকল্পনা প্রনয়ণ কর্মশালা অনুষ্ঠিত খুলনার জমিদার বাড়ী দখল ও জীবননাশের হুমকির বিচারের দাবিতে সংবাদ সম্মেলন সাড়ে ৪১ কোটি টাকার মুনাফা অর্জন মোংলা বন্দরের খুলনায় ১৯ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও আর্থিক সুবিধা প্রদান সিএসএস মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম’র খুলনার সেনের বাজার সিএসএস কার্যালয়ে রেভারেন্ড পল মুন্সী স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প খুলনায় “মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা বিধানে অংশীজনদের সাথে মতবিনিময় সভা” অনুষ্ঠিত খুলনায় “৫ বছরের জন্য শিশু কল্যাণে যৌথ পরিকল্পনা প্রণয়ন কর্মশালা” ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

পাইকগাছায় মাসিক আইন-শৃঙ্খলা মিটিংয়ে মাদক ও ইন্টারনেটের অপ-ব্যবহারের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা!

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২০

  • শেয়ার করুন

এ কে আজাদ, পাইকগাছাঃ খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনার প্রতিটি পর্যায়ে নজরদারি এবং সার্বিক মনিটরিং করছেন। যার ফলে সরকার করোনা নিয়ন্ত্রনে এবং অর্থনীতি সচল রাখতে সক্ষম হয়েছে।

সাংসদ সদস্য বাবু বলেন, সকল অনুষ্ঠানের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। সামাজিক দূরত্ব বজায় রেখে যেকোনো ধরনের অনুষ্ঠান সাবধানতার সাথে পালন করতে হবে। কারণ আমরা বেঁচে থাকলে আগামীতে আবারও সবাই মিলে উৎসবের সাথে সকল অনুষ্ঠান পালন করতে পারবো। করোনার মধ্যে ধর্ষণ ও সামাজিক অপরাধ প্রবনতা কিছুটা বেড়েছে বলে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, মাদক ও ইন্টারনেটের অপ-ব্যবহারের ফলে সামাজিক অবক্ষয় ঘটছে।

বেড়েছে ধর্ষণ সহ নানা অপরাধ। সমাজ বিনষ্ট হচ্ছে, নেই শান্তি ও শৃঙ্খলা।

অপরাধ দমনে সরকার কঠোর অবস্থানে রয়েছে উল্লেখ করে এমপি বাবু বলেন, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিধান রেখে সরকার আবারও প্রমান করেছে বর্তমান সরকারের সময়ে কোন অপরাধীর ক্ষমা নাই।

তিনি সামাজিক অবক্ষয় রোধে সমাজ থেকে মাদক নির্মুলের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।

বৃহস্পতিবার সকালে পাইকগাছা উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। ইউএনও এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, মেয়র সেলিম জাহাঙ্গীর, সহকারী কমিশনার ভুমি মুহাম্মদ আরাফাতুল আলম, উপজেলা চেয়ারম্যান ভারপ্রাপ্ত লিপিকা ঢালী, থানা ওসি এজাজ শফী, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দিন ফিরোজ বুলু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নিতিশ চন্দ্র গোলদার,

ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, আলহাজ্ব আব্দুল মজিদ গোলদার, কওসার আলী জোয়াদ্দার, রিপন কুমার মন্ডল, গাজী জুনায়েদুর রহমান, চিত্ত্ব রঞ্জন মন্ডল, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, পরিবার পরিকল্পনা কর্মকর্তা এসএম কবির হেসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাশ, শিক্ষা অফিসার খান মোঃ আলমগীর, প্রকৌশলী হাফিজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, সমাজ সেবা কর্মকর্তা সরদার আলী আহসান, নির্বাচন কর্মকর্তা, কামাল উদ্দীন আহম্মেদ, খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম সিদ্দিকী ফিরোজ, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা ওবাইদুর রহমান, বন কর্মকর্তা প্রেমেনান্দ রায়,পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদ, সহ উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন