২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার,সন্ধ্যা ৭:৫২

পাইকগাছায় ফের জুয়া খেলার সারঞ্জাম সহ ৫ জুয়াড়ী আটক!

প্রকাশিত: আগস্ট ৫, ২০২০

  • শেয়ার করুন

এ কে আজাদ, পাইকগাছা: পাইকগাছা উপজেলা সদর থেকে জুয়া খেলার সারঞ্জাম সহ ৫ জুয়াড়ি কে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার গভীর রাতে পৌরসভার মাছকাটা রোডস্থ ডিপুর পাশে সোহাগ গাজীর গোলপাতার ছাউনি বসত ঘরের বারান্দায় খেলা অবস্থায় তাদেরকে আটক করে পুলিশ। আটককৃতরা হলো পৌরসভার বাতিখালী ৭ নং ওয়ার্ডের সামাদ সরদারের ছেলে মিন্টু সরদার (৩০) নজরুল গাজীর ছেলে শফিকুল গাজী (২৮), আফসার গাজীর ছেলে মফিজুল গাজী (৩১), মৃত আরজান গাজীর ছেলে রফিকুল গাজী (৩৪) ও সরল গ্রামের নুর হোসেন সরদারে ছেলে রিপন সরদার (২৯)। এ সময় বাকীরা পালিয়ে যায়। ধৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা হয়েছে। যার নং ০৬, তাং ০৪/০৮/২০।

মামলা সুত্র জানায়, মঙ্গলবার থানার এস আই তকবির হোসেন পাইকগাছা জিরোপয়েন্ট এলাকায় টহলরত ছিলেন। গোপন সংবাদ পেয়ে ওসি এজাজ শফির নির্দেশে ওই সময় পৌরসভার মাছকাটা রোড বাতিখালী ৭ নং ওয়ার্ডে অভিযান পরিচালনা করেন। এ সময় জুয়াড়িরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধৃত ৫ জুয়াড়ীকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

থানার অফিসার ইনচার্জ (ওসি) এজাজ শফি জানান, আইনশৃঙ্খলা বিষয়ে থানার বিভিন্ন জায়গায় নিয়মিত অভিযান চলছে। কোন প্রকার অপরাধ সংগঠিত হওয়ার সুযোগ নেই। নিয়মিত অভিযানের আওতায় তাদের আটক করা হয়েছে। এ ব্যাপারে ১৮৬৮ সালের জুয়া আইনের ৩/৪ ধারায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানান তিনি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন