১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ১০:২১

পাইকগাছায় নবাগত ইউএনও এবিএম খালিদ হোসেন সিদ্দিকী’র যোগদান!

প্রকাশিত: জুলাই ১৪, ২০২০

  • শেয়ার করুন

এ কে আজাদ, পাইকগাছা: খুলনার পাইকগাছায় উপজেলা নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি মঙ্গলবার বিদায়ী ইউএনও জুলিয়া সুকায়নার নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করেন। ইতিপূর্বে ৩৩তম বিসিএস-এর এ কর্মকর্তা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

যোগদানকালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান, উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম। পরে সকল দপ্তরের কর্মকর্তাদের সাথে তিনি মতবিনিময় করেন।

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী’ সকল সরকারী কর্মকর্তাদের সাথে সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় সরকারি দায়িত্ব সঠিকভাবে পালনের লক্ষে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি পাইকগাছার সকল শ্রেনী পেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন।

কর্মজীবনে তিনি সৎ, নিষ্ঠাবান, সদা হাস্যউজ্জ্বল, সাদামনের মানুষ। নুতন উপজেলা নির্বাহী কর্মকর্তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছেনে পাইকগাছা উপজেলাবাসী।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন