২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ৭:১৬

পাইকগাছায় অপহরণের এক সপ্তাহ পর ভিকটিম উদ্ধার; অপহরণকারী গ্রেফতার!

প্রকাশিত: জুলাই ১৬, ২০২০

  • শেয়ার করুন

এ কে আজাদ, পাইকগাছা: খুলনার পাইকগাছায় অপহরণের এক সপ্তাহ পর ভিকটিম সহ অপহরণকারীকে আটক করেছে থানা পুলিশ। বুধবার সাতক্ষীরা সদর থেকে ভিকটিমকে উদ্ধার ও অপহরণকারীকে আটক করেন পাইকগাছা থানার এস আই অনিষ মন্ডল। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
মামলা সুত্রে জানাযায়, উপজেলার গোপালপুর গ্রামের মৃত আনন্দ অধিকারীর অনার্স পড়ুয়া মেয়েকে তকিয়া গ্রামের হারুন সরদারের পুত্র হুমায়ন কবির অপহরন করে। গত ৮ জুলাই সন্ধায় অপহরন হয় এমর্মে পিতা হারুন ও পুত্র হুমায়ন কবিরের নামে পরদিন ৯ জুলাই থানায় মামলা হয়। বুধবার ওসি এজাজ শফীর নির্দেশনায় এস আই অনিষ মন্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে সাতক্ষীরা সদর থেকে হুমায়ন কবিরকে গ্রেপ্তার করে। এ সময ভিকটিমকে উদ্ধার করে পুলিশ। হুমায়ুন কবির জানায় এফিডেফিটের মাধ্যমে ধর্মান্তরিত হয়ে তাদের বিয়ে হয়েছে। ওসি এজাজ শফী জানান, গোপন সংবাদের ভিত্তিতে আসামীকে সাতক্ষীরা তার এক আত্মীয়ের বাড়ী থেকে গ্রপ্তার করা হয়েছে। এ সময় ভিকটিমকে উদ্ধার পুর্বক মেডিকেল করার জন্য পাঠানো হয়েছে। উল্লেখ্য গত ৯ জুলাই ভিকটিমের বিয়ের দিন ঠিক করা ছিল বলে জানাগেছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন