২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার,দুপুর ১২:০৪

পাইকগাছা পৌরসভায় ২০২০-২১ অর্থ বছরের বাজেট ঘোষণা!

প্রকাশিত: জুলাই ১, ২০২০

  • শেয়ার করুন

এ কে আজাদ, পাইকগাছা: পাইকগাছা পৌরসভায় ২০২০-২১ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় পৌর ভবনে মেয়র সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে বাজেট পেশ করা হয়। বাজেটে ৫৩ কোটি ৪২ লাখ ৪৭ হাজার ৭০৮.৫৪ টাকা আয় ও ৫৩ কোটি ১৩ লাখ ৮৫ হাজার ৭৫২.৬৭ টাকা ব্যয় এবং ২৮ লাখ ৬১ হাজার ৯৫৫.৮৭ টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে। পাইকগাছা পৌর মেয়র মেয়র সেলিম জাহাঙ্গীর জনাকীর্ণ পরিবেশে এ বাজেট পেশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগ সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, জাপা সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, পৌর সচিব মোঃ লিয়াকত হোসেন, প্যানেল মেয়র এস, এম, এনামুল হক, আসমা আহম্মেদ, কাউন্সিলর অহেদ আলী গাজী, আলাউদ্দীন গাজী, কাজী নেয়ামুল হুদা কামাল, রবিশংকর মন্ডল, কবিতা দাশ, স্বরবানু বেগম, হিসাব রক্ষক মৃণাল সানা।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন