২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ১১:২০

পাইকগাছা দেলুটিতে (কোভিড-১৯) আক্রান্ত আঃলীগ নেতার বাড়িটি লকডাউন! খাদ্য সামগ্রী প্রদান

প্রকাশিত: আগস্ট ২, ২০২০

  • শেয়ার করুন

এ কে আজাদ, পাইকগাছাঃ বাংলাদেশ অাওয়ামীলীগের নিবেদিত কর্মী দেলুটি ইউনিয়ন আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নলিনাক্ষ নাথ বৈদ্য করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হওয়ায় রবিবার সকালে
পাইকগাছা উপজেলা প্রশাসনের নির্দেশনায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী (চাউল,ডাল,তৈল,সাবান,আলু,ফলমূল ও পানি) পৌছে দিয়েছেন ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল। এ সময উক্ত নলিনাক্ষ বৈদ্যের বাড়িটি অবরুদ্ধ (লকডাউন) করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য রনধীর মন্ডল, নিরাপদ দফাদার, আওয়ামীলীগ নেতা সুকান্তি সরকার, নিশীত মজুমদার, মধূমঙ্গল মন্ডল, প্রবীর মন্ডল, যুবলীগ নেতা রাম চন্দ্র টিকাদার, সমীর মন্ডল, নিতীশ সরদার, বিশ্বজিত মন্ডল হারু, সুকৃতি বিশ্বাস, সত্যেন রায়, স্মৃতীশ রায়, বিশ্বজিত মজুমদার, প্রদীপ গোলদার, মৃগাংক রায়, প্রসেনজিত মন্ডল মিঠু, গ্রাম পুলিশ গোবিন্দ মন্ডল, সুবোল মন্ডল প্রমুখ।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন