২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ৮:২৩

পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ১৬

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৩

  • শেয়ার করুন

পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৬ জন যাত্রীর প্রাণহানি ঘটেছে। ঘটনাস্থলেই মারা যান ১৪ জন।
হাসপাতালে নেওয়ার পথে আরও ২ জনের মৃত্যু হয় । এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৩০।
রোববার (১৯ মার্চ) সকালে মাদারীপুর জেলা শিবচরের কুতুবপুর এলাকায় পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে সকালে এই দুর্ঘটনাটি ঘটে বলে মাদারীপুরের পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান।

তিনি বলেন, খুলনা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ে থেকে পাশের খাদে পড়ে যায়।

ফায়ার সার্ভিসের ফরিদপুরের উপসহকারী পরিচালক শিপলু আহমেদ বলেন, রোববার সকালে ঢাকার উদ্দেশ্যে আসা ইমাদ পরিবহনের একটি বাস পদ্মাসেতুর আগে এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়।“ধারণা করা হচ্ছে দ্রুতগামী বাসটির চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি খাদে পড়ে সজোরে ধাক্কা খায়। এতে বাসটির সামনে থেকে মাঝামাঝি পর্যন্ত অংশ পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায়।
পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে উদ্ধার কাজ চালাচ্ছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন