১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,সকাল ৮:১৭

নাটোরে আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৫

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২২

  • শেয়ার করুন

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নাটোরের সিংড়ায় আওয়ামী লীগের দুই গ্রুপের পাল্টা পাল্টি হামলায় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৫ জন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সিংড়া উপজেলার বামিহাল গ্রামের ইউপি সদস্য ফরিদ উদ্দিন ও ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফতাব উদ্দিনের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে রোববার রাত ৯টার দিকে আফতাবের নেতৃত্বে ফরিদ মেম্বারের লোকজনের বাড়ি ঘরে হামলা চালিয়ে ৩ জনকে আহত করে। খবর পেয়ে ফরিদ মেম্বারের সমর্থকরা পাল্টা হামলা চালিয়ে আফতাব ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদককে কুপিয়ে জখম করে।

আহতদের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক আফতাবকে মৃত ঘোষণা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি মিজানুর রহমান।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন