২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,বিকাল ৩:০০

শিরোনাম
ক্ষমতায় গেলে বন্ধ শিল্প কারখানা চালু হবে : ডাঃ শফিকুর রহমান ইমাজেন ভেঞ্চারস পিচ ডে-তে বিজয়ী খুলনার তরুণ উদ্ভাবক দল আইনশৃঙ্খলা ও দুর্নীতি নিয়ন্ত্রণে বিএনপি অগ্রাধিকার দেব : তারেক রহমান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে “সিটিজেন ভয়েস এন্ড একশন” বিষয়ক প্রারম্ভিক সভা অনুষ্ঠিত খুলনা মহানগরীর ২৮নং ওয়ার্ডে ওয়ার্ল্ড ভিশন বাংলদেশ এর আয়োজনে লার্নিং রুটস/শিখন শিকড় কেন্দ্রের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে “হসপিটালিটি ম্যানেজমেন্ট ও কুলিনারি আর্টস” এর উপর কেরিয়ার কাউন্সিলিং এবং সহযোগি সংগঠনের সাথে মতবিনিময় সভা খুলনায় কারিগরি শিক্ষায় বেকার ও প্রতিবন্ধী যুবদের সম্পৃক্তকরণ ও উদ্বুদ্ধকরণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত খুলনায় ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সচেতনতা সভা করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনার লবণচরায় পিওর আর্থ এর সীসা দূষণ সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত

দৌলতপুর সীমান্তে থেকে ১৫ পিস সোনারবার সহ দুইজনকে আটক করেছে বিজিবি।

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২২

  • শেয়ার করুন


মিলন হোসেন বেনাপোল,
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের দৌলতপুর ক্যাম্পের সদস্যরা শুক্রবার বিকালে ১৫ টি স্বর্ণের বারসহ এমানুর রহমান নামে এক পাচারকারীকে আটক করেছে।

বিজিবি জানান ব্যাটালিয়নের নিজস্ব সোর্সের তথ্যের ভিত্তিতে খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) অধিনায়ক বিএ-৬৫০৭ লেঃ কর্নেল মোহাম্মদ তানভীর রহমান, পিএসসি, ইঞ্জিনিয়ার্স এর নেতৃত্বে দৌলতপুর বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৭/৭ এস এর ১৭০ আর পিলার হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন দৌলতপুর গ্রামস্থ বালুরমাঠ পাকা রাস্তার ব্রিজ এর উপর তল্লাশী অভিযান পরিচালনা করে। উক্ত তল্লাশি অভিযানে বিজিবি টহল দল কর্তৃক ১.৭৪৯ কেজি ওজনের মোট ১৫ পিস স্বর্ণের বার এবং ০১ টি পুরাতন বাই সাইকেলসহ মোঃ এমানুর রহমান (১৮), পিতা-মোঃ মশিয়ার রহমান, গ্রাম-পুটখালী পূর্বপাড়া, পোষ্ট-বালুন্ডা, থানা- বেনাপোল পোর্ট, জেলা-যশোরকে আটক করে। উক্ত স্বর্ণের বারগুলো আসামীর বাই সাইকেলের সীট এর নিচে অভিনব কায়দায় লুকায়িত ছিল। ধৃত আসামী স্বর্ণের বারগুলো দৌলতপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচার করতে চেয়েছিল যার আনুমানিক সিজার মূল্য-১,২৩,৭০,৪৩০/-(এক কোটি তেইশ লক্ষ সত্তর হাজার চারশত ত্রিশ টাকা)।

উল্লেখ্য, চলতি বছরে খুলনা ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্ত এলাকা হতে ১৭ (সতের) বারে ১৮ জন আসামীসহ সর্বমোট ৪২ কেজি ৪০৭ গ্রাম স্বর্ণ আটক করা হয়েছে, যার মূল্য-৩০,২৯,৮২,১৭৮/- (ত্রিশ কোটি ঊনত্রিশ লক্ষ বিরাশি হাজার একশত আটাত্তর) টাকা। সতের বারের মধ্যে আগস্ট-২০২২ মাসে ০৪ (চার) বার, সেপ্টেম্বর-২০২২ মাসে ০৬ (ছয়) বার, অক্টোবর-২০২২ মাসে ০২ (দুই) বার এবং চলতি মাসে ০৩ (তিন) বার স্বর্ণ আটক করা হয়েছে। চোরাচালান প্রতিরোধে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) সর্বদা তৎপর রয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন