১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ৪:৫৭

দেশে ৭০ টাকায় করোনার মুখে খাওয়ার ওষুধ!

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২১

  • শেয়ার করুন

দেশেই তৈরি হচ্ছে করোনার মুখে খাওয়ার ওষুধ।  শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মা তৈরি করেছে করোনা অ্যান্টিভাইরাল ওরাল পিল বা মুখে খাওয়ার ওষুধ ‘মলনুপিরাভির’। যা এরই মধ্যে দেশের বাজার পাওয়া যাচ্ছে। দেশের বাজারে ওষুধটির জেনেরিক সংস্করণের নাম হবে ‘এমোরিভির’। যুক্তরাজ্যের পর দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশে এটি ব্যবহার শুরু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে বেক্সিমকো ফার্মার চিফ অপারেটিং অফিসার (সিওও) রাব্বুর রেজা গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, মূল্য ৭০ টাকায় পাওয়া যাবে এই ওষুধ। চিকিৎসকের পরামর্শে ১৮ বছরের বেশি বয়সী করোনা আক্রান্ত রোগীর সেরে উঠতে ৪০টি পিল খেতে হবে। যার বাজার মূল্য হচ্ছে ২ হাজার ৮০০ টাকা।

গতকাল সোমবার রাত থেকেই রাজধানীর ১৫০টি স্থানে এই ওষুধ দেওয়া হয়েছে জানিয়ে রাব্বুর রেজা বলেন, আজ চট্টগ্রামসহ দেশের বিভিন্ন বিভাগে পাঠানো হবে। তবে করোনা আক্রান্তের পরিসংখ্যান দেখে ওষুধ পাঠানো হবে। যে সব এলাকার মানুষ এখন বেশি করোনাতে  আক্রান্ত হচ্ছে। সেই সব এলাকায় এই ওষুধ পাঠানো হচ্ছে।

আর আগে বেক্সিমকো ফার্মার পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান বলেন, মহামারির শুরুতে আমাদের প্রথম জেনেরিক রেমডিসিভির উৎপাদনের পর এবার করোনার চিকিৎসায় বিশ্বের প্রথম ওরাল অ্যান্টিভাইরাল ওষুধ মলনুপিরাভির-এর জেনেরিক সংস্করণ চালু করা হয়েছে। করোনা সংক্রমণে আক্রান্ত রোগীদের জন্য সাশ্রয়ী মূল্যের চিকিৎসা সহজলভ্য করতে বেক্সিমকো ফার্মার দ্রুত সাড়া দেওয়ার সামর্থ্যের আরেকটি উদাহরণ এটি।

তিনি আরও বলেন, এটি আমাদের কোম্পানির জন্য একটি বড় অর্জন। আমরা বিশ্বাস করি, মহামারি মোকাবিলায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে যেখানে ভ্যাকসিনের সরবরাহ সীমিত।

এর আগে গত বৃহস্পতিবার বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনার অ্যান্টিভাইরাল ওরাল পিল মলনুপিরাভির এর অনুমোদন দেয় যুক্তরাজ্য। কোভিড-১৯ অ্যান্টিভাইরাল পিলজাতীয় ওষুধটি যৌথভাবে উদ্ভাবন করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান মার্ক অ্যান্ড কোম্পানি ও রিজব্যাক বায়োথেরাপিউটিকস। জরুরি প্রয়োজনে এই ওষুধ ব্যবহারে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ এরই মধ্যে অনুমোদন দিয়েছে। ওষুধটি মহামারি মোকাবিলায় চলমান লড়াই আরও জোরদারে ‘গেম-চেঞ্জার’ হিসেবে কাজ করবে বলে মনে করা হচ্ছে। যুক্তরাজ্যের ওষুধ ও স্বাস্থ্যসেবা পণ্য নিয়ন্ত্রক সংস্থা এমএইচআরএ করোনার চিকিৎসায় ‘মলনুপিরাভির’ ওষুধ খাওয়ানোর পরামর্শ দিয়েছিল।

মৃদু থেকে মাঝারি উপসর্গ আছে এবং অতিরিক্ত ওজন, ডায়াবেটিস ও হৃদ্‌রোগের মতো গুরুতর অসুস্থ হওয়ার যেকোনো একটি কারণ উপস্থিত- এমন রোগীরা ওষুধটি সেবন করতে পারবেন। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় প্রাপ্ত ফলের ওপর ভিত্তি করে বলা হয়, করোনার উপসর্গ দেখা দেওয়া  এবং পজিটিভ শনাক্তের পাঁচ দিনের মধ্যে ওষুধটি খাওয়া শুরু করতে হবে। করোনাভাইরাস দেহে প্রবেশের পর রোগ সৃষ্টিকারী জেনেটিক কোড চিহ্নিত করবে মলনুপিরাভির। টানা পাঁচ দিন চারটি করে দিনে দুইবার খেতে হবে ওষুধটি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন