২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ১২:০১

দাকোপে মাছের পোনা অবমুক্ত

প্রকাশিত: আগস্ট ১০, ২০২৩

  • শেয়ার করুন

দাকোপ প্রতিনিধি : দাকোপে রাজস্ব বাজেটের আওতায় উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে ৪৪টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে দাকোপ থানার পুকুরে উপজেলা চেয়ারম্যান মুনসুর আলী খান, উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী, দাকোপ থানার অফিসার ইনচার্জ উজ্জল কুমার দত্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শফিকুল ইসলাম, ওসি তদন্ত শাহিনুর রহমান, দাকোপ প্রেসক্লাবের সভাপতি গোবিন্দ বিশ্বাস, সাবেক সভাপতি শিপন ভূইয়া, সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, সাংবাদিক মামুনুর রশিদসহ মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা মাছের পোনা অবমুক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উপজেলার রাজস্ব বরাদ্দে এ বছর ৪৪টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৪৪১ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। প্রতিটি পোনার গড় আকার ১০-১৫ সেন্টিমিটার।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন