২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার,সকাল ১০:৫০

তালায় অপরিপক্ক আম বাজারজাতের চেষ্টা, বিক্রেতাকে জরিমানা

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৪

  • শেয়ার করুন

তালা প্রতিনিধি:

তালায় বেশি লাভের আশায় অপরিপক্ক গোপালভোগ ও গোবিন্দভোগ আম বাজারজাত করার অভিযোগে বাবু পাল নামক এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সে ইসলামকাটি গ্রামের বিকাশ পালের পুত্র।
শনিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে আটটার দিকে তালার সুজনসাহা বাঁশতলা-কাঁঠালতলা নামক স্থানে এক অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফিয়া শারমিন। এসময় ভোক্তা অধিকার আইনে ৬ ডালি ও এক বস্তা আম বাজেয়াপ্ত করাসহ ওই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফিয়া শারমিনের সাথে উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন, তালা থানার এএসআই সেলিম হোসেন, ইউপি সদস্য আসাদুল ইসলাম,সাংবাদিকবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফিয়া শারমিন বলেন, সরকারী আম ক্যালেন্ডারের সময় সূচির অপেক্ষা না করে কোন ব্যবসায়ী আম বাজারজাত করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন