১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার,বিকাল ৫:৩১

শিরোনাম
খুলনার লবণচরায় পিওর আর্থ এর সীসা দূষণ সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত খুলনা মহানগরীতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র “ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সংলাপ” মোংলা বন্দরের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন খুলনায় ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা’ শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত ব্যাংকিং সেক্টরে এস আলমের একচ্ছত্র নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ ৫ দফা দাবিতে খুলনায় সংবাদ সম্মেলন খুলনার তেরখাদায় নৌবাহিনীর অভিযানে অবৈধ কারেন্ট জাল ও চায়না দোয়ারী জাল আটক খুলনা মহানগরীর ১ ও ২৫নং ওয়ার্ডকে শিশুশ্রমমুক্ত ঘোষণা খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পূনঃ সবুজায়ন কার্যক্রম উদযাপন এবং সমন্বিত সবুজ বিদ্যালয় ঘোষণা অনুষ্ঠিত

টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটের মালিক সাকিব

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২১

  • শেয়ার করুন

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে নিজের প্রথম ম্যাচে বল হাতে নিজের দ্বিতীয় ওভারে শ্রীলঙ্কান ওপেনার পাথুম নিশানকাকে বোল্ড করে সাজঘরে পাঠান টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। আর সেই উইকেটে পেয়েই গড়লেন একক অনন্য রেকর্ড। পাকিস্তানি সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদিকে পেছনে ফেলে টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটের শিকারকারী বোলার এখন সাকিব।

টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় যৌথভাবে শীর্ষে অবস্থান করছিলেন পাকিস্তানের শহিদ আফ্রিদি এবং বাংলাদেশের সাকিব আল হাসান। দুজনের উইকেটের সংখ্যা ছিল ৩৯টি করে।

বল হাতে নিজের প্রথম ওভারে উইকেটের দেখা পাননি সাকিব। কিন্তু দ্বিতীয় ওভারের প্রথম বলেই করেন বাজিমাত। ইনিংসের নবম এবং নিজের করা দ্বিতীয় ওভারের প্রথম বলেই নিশানকাকে প্যাভিলিয়নে ফেরত পাঠান সাকিব। তাতেই আফ্রিদিকে ছাড়িয়ে যান বিশ্বসেরা এই অলরাউন্ডার। একই ওভারের চতুর্থ বলে আরেকটি উইকেট তুলে নেন সাকিব। ২৪ রানে নিশানকা এবং শূন্যরানে ফেরেন ফার্নান্দো।

এখন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে তার উইকেট সংখ্যা ৪১টি। আর ম্যাচ খেলেছেন মাত্র ২৯টি। অন্যদিকে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় দুই নম্বরে থাকা শহিদ আফ্রিদি ৩৪ ম্যাচে নিয়েছেন ৩৯টি উইকেট। তৃতীয় অবস্থানে থাকা লাসিথ মালিঙ্গার ঝুঁলিতে রয়েছে ৩৬ উইকেট। এছাড়া চতুর্থ এবং পঞ্চম অবস্থানে থাকা আজান্তা মেন্ডিস এবং সায়েদ আজমল নিয়েছেন ৩৫টি করে উইকেট।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন