১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার,বিকাল ৫:২৯

শিরোনাম
খুলনার লবণচরায় পিওর আর্থ এর সীসা দূষণ সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত খুলনা মহানগরীতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র “ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সংলাপ” মোংলা বন্দরের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন খুলনায় ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা’ শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত ব্যাংকিং সেক্টরে এস আলমের একচ্ছত্র নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ ৫ দফা দাবিতে খুলনায় সংবাদ সম্মেলন খুলনার তেরখাদায় নৌবাহিনীর অভিযানে অবৈধ কারেন্ট জাল ও চায়না দোয়ারী জাল আটক খুলনা মহানগরীর ১ ও ২৫নং ওয়ার্ডকে শিশুশ্রমমুক্ত ঘোষণা খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পূনঃ সবুজায়ন কার্যক্রম উদযাপন এবং সমন্বিত সবুজ বিদ্যালয় ঘোষণা অনুষ্ঠিত

জামিন নামঞ্জুর, ফের কারাগারে মামুনুল হক

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২১

  • শেয়ার করুন

খুলনায় বিস্ফোরকদ্রব্য আইন মামলায় হেফাজত নেতা মামুনুল হকের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

রোববার বেলা ১১টার দিকে মামুনুল হককে কারাগার থেকে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ এসএম আশিকুর রহমানের আদালতে হাজির করা হলে তিনি এ আদেশ দেন। এর পর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শেখ শামীম আহমেদ পলাশ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সকালে বিস্ফোরকদ্রব্য আইন ও পুলিশের ওপরে হামলা করে আহতের মামলায় হেফাজত নেতা মামুনুল হককে খুলনা আদালতে হাজির করা হয়। অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে তাকে কড়া পুলিশি নিরাপত্তায় হাজির করা হয়।

গত শুক্রবার বিকাল ৪টা ৫০ মিনিটে কাশিমপুর কারাগার থেকে কঠোর পুলিশ পাহারায় খুলনা জেলা কারাগারে আনা হয় তাকে।

আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৩ সালে খুলনা মহানগরীর পাওয়ার হাউস মোড় এলাকায় বোমা বিস্ফোরণ ও পুলিশের ওপরে হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় ২০১৩ সালের ২২ ফেব্রুয়ারি সোনাডাঙ্গা মডেল থানায় মামলা করেন এসআই আলমগীর কবীর (বর্তমান পুলিশ পরিদর্শক), যা মামলা নং ২৩ (এসটিসি ৭০/১৫)।

এর পর এসআই মোক্তার হোসেন ২০১৫ সালে আদালতে চার্জশিট দাখিল করেন। আজ এ মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য দিন নির্ধারণ ছিল। আদালতের কার্যক্রম শেষে তাকে ফের ঢাকায় কারাগারে নেয় হয়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন