১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ২:০২

শিরোনাম
ব্যাংকিং সেক্টরে এস আলমের একচ্ছত্র নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ ৫ দফা দাবিতে খুলনায় সংবাদ সম্মেলন খুলনার তেরখাদায় নৌবাহিনীর অভিযানে অবৈধ কারেন্ট জাল ও চায়না দোয়ারী জাল আটক খুলনা মহানগরীর ১ ও ২৫নং ওয়ার্ডকে শিশুশ্রমমুক্ত ঘোষণা খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পূনঃ সবুজায়ন কার্যক্রম উদযাপন এবং সমন্বিত সবুজ বিদ্যালয় ঘোষণা অনুষ্ঠিত মারধরের মামলায় খুলনা জেলা কারাগারে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টী সত্যানন্দ দত্ত নতুন করারোপ ছাড়া কেসিসির ৭১৯ কোটি টাকার বাজেট ঘোষণা অশ্রুসিক্ত হৃদয়ে খুলনায় পালিত হলো ইমাম হুসাইন (আ.)’র পবিত্র চেহলাম খুলনা ও বরগুনায় নৌবাহিনীর যৌথ অভিযানে মাদকসহ আটক-৩

ছাত্রদের তোপের মুখে কয়রা কপোতাক্ষ কলেজের অধ্যক্ষের পদত্যাগ

প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৪

  • শেয়ার করুন

কয়রা প্রতিনিধি : বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের মুখে খুলনার কয়রার কপোতাক্ষ মাহাবিদ্যলযের অধ্যক্ষ্ অদ্রিস আদিত্য মন্ডল পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার ( ১৫ আগষ্ট) দুপুর ১২টার দিকে তিনি কলেজের সভাপতি বরাবর নিজের পদত্যাগ পত্র জমা দেন।

অধ্যক্ষ অদ্রিস আদিত্য মন্ডল তার আবেদনে লেখেন- আমি গত ২৯ জানুয়ারী ২০১৭ সাল থেকে অত্র কলেজে অধ্যক্ষ হিসাবে কর্মরত রয়েছি। কিন্তু আমার ব্যক্তিগত অসুবিধার কারনে উক্ত পদ থেকে সেচ্ছায় পদত্যাগের জন্য সিদ্ধান্ত নিয়েছি।

এর আগে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা গত ১২ই (আগষ্ট) কয়রা সদরের তিন রাস্তার মোড়ে কলেজের অধ্যক্ষ অদ্রিশ আদিত্য মন্ডলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেন । তারা বলেন, তিনি একজন দুর্নীতিবাজ শিক্ষক, তার অত্যাচারে অতিষ্ঠ কলেজের শিক্ষক-,কর্মচারী ও শিক্ষার্থীরা । তার বিরুদ্ধে রয়েছে নানা অনিয়মের অভিযোগ। যে কারনে তাকে আগামী ২৪ ঘন্টার মধ্যে পদত্যাগের দাবি জানায় শিক্ষার্থীরা । সেই থেকে তার পদত্যাগের দাবি করছিলেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। আজ ১৫ (আগষ্ট)সকালে আন্দোলনকারী শিক্ষার্থীরা পদত্যাগের দাবিতে তার বাসভবন ঘেরাও করে। খবর পেয়ে উপজেলা প্রশাসন এসে তাকে উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে তিনি কলেজের সভাপতি বরাবর পদত্যাগ পত্র জমা দেন।

কপোতাক্ষ মাহাবিদ্যলয়ের পরিচালনা পরিষদের সভাপতি উপজেলা (ভাবপ্রাপ্ত) নির্বাহী অফিসার বি এম তারিক-উজ-জামান বলেন, অধ্যক্ষের পদত্যাগ পত্র হাতে পেয়েছি পরবর্তী কার্যক্রমের জন্য ব্যবস্থা গ্রহন করা হবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন