১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ১২:৫২

চিতলমারীতে বজ্রপাতে যুবকের মৃত্যু

প্রকাশিত: মে ২৮, ২০২২

  • শেয়ার করুন

প্রতিনিধি চিতলমারী বাগেরহাটঃ
বাগেরহাটের চিতলমারীতে বজ্রপাতে রহমাত নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ২৮ মে ২০২২ বিকেলে প্রচুর পরিমানে বৃষ্টি পাত ও ঘনঘন মেঘের গর্জন সাথে প্রচন্ড ঝড় হাওয়া সেই সাথে বজ্রপাত ঘটে।মোঃ রহমাত (২৭) পিতা মোঃ সৈয়াদ শেখ চিতলমারী সদর ইউনিয়নের বারাশিয়া মেজজিলার বাসিন্দা। জীবিকা নির্বাহের জন্য দিন মজুরের কাজ শেষ করে,গরুর জন্য ঘাস কাটতে ছিল তখনই বজ্রপাতের কবলে পড়ে তাকে প্রাণ হারাতে হয়েছে।মোঃ রহমাতের অকাল মৃত্যুতে তার পরিবারে কান্নার ঢল বইছে।স্বজন হারানো বেদনা তাদের ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে। রহমাত জীবিত আছে ভেবে তাকে চিতলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়।কর্তব্যরত চিকিৎসক জানান যে,হাসপাতালে আনার পূর্বে মৃত্যু বরণ করে।
এস কে সাজেদুল হক (সাজ্জাদ)
চিতলমারী বাগেরহাট
০১৭৩০১৭৫৩৪০।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন