১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার,সকাল ১০:৫০

চিতলমারীতে গৃহ বধুর আত্মহত্যা

প্রকাশিত: জুন ৪, ২০২২

  • শেয়ার করুন

প্রতিনিধি চিতলমারী বাগেরহাটঃ
বাগেরহাটের চিতলমারীতে হিজলা নতুন চর গ্রামের গৃহবধু আফরোজা আক্তার (২২) গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১ টায় আত্মহত্যাটি গৃহবধূর গৃহে সংঘটিত হয়েছে। আফরোজা আক্তারের পিতা মোঃ মোস্তফা শেখ সাং শান্তিখালি,মোঃ তরিকুল ইসলাম নিহতের মামা সাং শান্তিখালি তিনি জানান আমরা আত্মহত্যার সংবাদ শ্রবণমাত্রেই সেখানে পৌঁছে যাই কিন্তু সেখানে গিয়ে দেখি আমার ভাগ্নীর স্বামী মোঃ আমিনুল শেখ (২৭), শাশুড়ী ও শশুর বাড়িতে নেই। তিনি আরো জানান ১৫ মাস তাদের বিবাহের বয়স। লক্ষ্যাধিক টাকার মত আমার ভাগ্নী জামাইকে দেওয়া হয়েছে। আমার ভাগ্নী ৩ তিন মাসের অন্তঃসত্ত্বা। তিনি আরো বলেন আমার বিশ্বাস ভাগ্নী আত্মহত্যা করে নাই। হত্যা করে আত্মহত্যা বলে বোঝানো হচ্ছে। আমরা অপরাধীদের কঠোর শাস্তি চাই এবং সুষ্ঠু বিচার চাই। থানায় একটি মামলা হয়েছে ধারা ৩০৬ এবং নং ০৪। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
এস কে সাজেদুল হক (সাজ্জাদ)
চিতলমারী বাগেরহাট
০১৭৩০১৭৫৩৪০।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন