২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ১১:৪৬

চিতলমারীতে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস ২০২২ উদযাপন

প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২২

  • শেয়ার করুন

প্রতিনিধি চিতলমারী বাগেরহাটঃ
বাগেরহাটের চিতলমারীতে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস ২০২২ উদযাপন উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে অনুষ্ঠান গত ৯ ই ডিসেম্বর সকাল ৯ -৩০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েদা ফয়জুন্নেছার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল।সভায় আরো বক্তব্য রাখেন, ডাঃ মামুন হাসান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ওসি এ এইচ এম কামরুজ্জামান খান, সাবেরা কামাল স্বপ্না মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ এবং মোঃ কামরুজ্জামান খান( পিকলু) সভাপতি উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি।
“রুখবো দূর্নীতি, গড়বো দেশ হবে সোনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যের আলোকে বক্তারা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এবং উপস্থিত সকলকে দেশকে দূর্নীতি মূক্ত করার আহবান জানান।
এসময়ে আরো উপস্থিত ছিলেন, অমিতাভ বড়াল বাপ্পি সাধারণ সম্পাদক উপজেলা দূর্নীতি বিরোধ কমিটি, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নিজাম উদ্দিন শেখ, মোঃ হাফিজুর রহমান মহিলা বিষয়ক কর্মকর্তা, নির্বাচন অফিসার মোঃ রাজিবুল হাসান সহ প্রমূখ, সুধীজন এবং স্থানীয় সাংবাদিক বৃন্দ।
এস কে সাজেদুল হক (সাজ্জাদ)
চিতলমারী বাগেরহাট
০১৭৩০১৭৫৩৪০।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন