১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার,সকাল ৮:৪৯

চিতলমারীতে আনন্দ মিছিল ও সমাবেশ

প্রকাশিত: জুন ২৪, ২০২২

  • শেয়ার করুন

প্রতিনিধি চিতলমারী বাগেরহাটঃ
বাগেরহাটের চিতলমারী উপজেলার শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ২৫ জুন স্বপনের পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেওয়ার লক্ষ্যে আনন্দ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানটি ২৪ জুন বিকেল ৫-৩০ মিনিটে শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে কলিগাতীতে অনুষ্ঠিত হয়েছে।মিছিল কলিগাতী দক্ষিণ পাড়া, মধ্যপাড়া,পশ্চিম পাড়া সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে কলিগাতী বাজারে এসে সমাপ্ত হয় এবং সমাবেশে পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেওয়ার লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
এসময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব বাবুল হোসেন খান।
মিছিল ও সমাবেশের সার্বিক সহায়তা ও পরিচালনা করেছেন শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং শিবপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব ওয়ালিউজ্জামান জুয়েল খলীফা।
এসময়ে আরো উপস্থিত ছিলেন, শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামিম চৌধুরী, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ,ইউপি সদস্য বৃন্দ,যুবলীগ, ছাত্র লীগ নেতৃবৃন্দ ও আওয়ামী সংগঠনের নেতা-কর্মী বৃন্দ,সুধীজন এবং স্থানীয় সাংবাদিক বৃন্দ।
এস কে সাজেদুল হক (সাজ্জাদ)
চিতলমারী বাগেরহাট
০১৭৩০১৭৫৩৪০।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন