২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,বিকাল ৫:৫৮

গণ সচেতনতামূলক কর্মসূচি উদ্বোধন করলেন বাগেরহাটের জেলা প্রশাসক

প্রকাশিত: জুন ১৫, ২০২০

  • শেয়ার করুন

মাসুম হাওলাদার বাগেরহাট: বাগেরহাটে সর্বস্তরের জনগণকে বাড়ির বাহিরে মাস্ক পরার বিষয়ে উদ্ভুদ্ধ করা ও মাস্কবিহীন ক্রেতাদের কাছে পণ্য বিক্র‍য় না করার জন্য বিক্রেতাদের মধ্যে সচেতনতা কার্যক্রম পরিচালনা করেন বাগেরহাট জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ । সোমবার (১৫ জুন) থেকে ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করে বাজারে এ প্রচারণা জোরদার করা হবে।

এছাড়া এ সময় সবাইকে সামাজিক দুরত্ব নিশ্চিত করাসহ স্বাস্থ্যবিধি আবশ্যিকভাবে মেনে চলার বিষয়ে অনুরোধ করা হয়।
‘মাস্ক পরা না থাকলে আমি পণ্য বিক্রি করব না’। করোনা প্রতিরোধে এমন প্রতিপাদ্য নিয়ে বাগেরহাট বাজারের ব্যবসা প্রতিষ্ঠান ও
বিপণিবিতানগুলোতে ক্রেতা সাধারণের প্রতি এ আহ্বান সংবলিত স্টিকার সেঁটে দিয়ে গণ সচেতনতামূলক কর্মসূচি উদ্বোধন করেছেন বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।এছারা
রোববার (১৪ জুন) বিকালে বাগেরহাট শহরের শালতলা মোড় থেকে করোনা প্রতিরোধে মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে এ উদ্যোগ নেয়।এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন
বাগেরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি লিয়াকত হোসেন লিটন,বাগেরহাট ফউন্ডেশনের সাধারন সম্পাদক সাংবাদিক
আহাদ উদ্দিন হায়দার,আওয়ামী লীগ নেতা নকিব নজিবুল হক.শেখ আক্তারুজ্জামান বাচ্চু
সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন , শরীফা খানম, এ্যাড লুনা সিদ্দিকী,
ছাত্রলীগ নেতা উল্কাসহ আরো অনেকে। ক্রেতা ও বিক্রেতাদের মাক্স ব্যবহারে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। ব্যবসায়ীদের প্রতি বাগেরহাট জেলা চেম্বার অব কমার্স এ আহ্বান পালনের জন্য কঠোর নির্দেশনা দিয়েছে। কাপড় ব্যবসায়ি সমিতির সভাপতি কার্তিক ভট্টাচার্য্য বলেন, বাগেরহাট শহরের কাপড় ব্যবসায়ীরা স্বাস্থ্যবিধি মেনে কেনাবেচা করছেন। তারা দোকানের সামনে হাত ধোয়ার ব্যবস্থা করে, হ্যান্ড স্যানিটাইজার রেখে, শারীরিক দূরত্ব বজায় রেখে এবং মূখে মাস্ক পরে কেনাবেচা করছেন। উল্লেখ্য রবিবার পর্যন্ত বাগেরহাট জেলায় মোট ৭৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হলে। এর মধ্যে ১৫ জন সুস্থ হয়েছেন।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন।
এরআগে বাগেরহাটে কোভিড-১৯ প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির এক জরুরী সভা শনিবার জেলা প্রশাসক জনাব মো. মামুনুর রশীদের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাগেরহাটের সুযোগ্য পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়,বাগেররহাট সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির,বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুল ইসলাম, পৌর মেয়র খান হাবিবুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির
উদ্দিন,ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ,বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানজিল্লুর রহমান,বাগেরহাট জেলা আওয়ামীলীগ নেতা ফিরোজুল ইসলাম, চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাট্রিজের সভাপতি লিয়াকত হোসেন লিটন, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাংবাদি আহাদ উদ্দিন হায়দার
জেলা বিএমএ ও স্বাচিপ সভাপতি ডা. মোশাররফ হোসেন,বাগেরহাট সদর উপজেলা ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলামসহ জেলার বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
উপস্থিত সকল সদস্যের মতামত নেয়ার পর জেলা প্রশাসক বলেন, সামাজিক দুরত্ব না মানা ও মাস্ক ব্যাবহার না করলে আরো কঠোর ব্যবস্থা, বাজার সরিয়ে নেয়া, ব্যাটারী চালিত ইজিবাইকে বিশেষ পর্দার ব্যবস্থা, বিকাল ৪টার পরে সবাইকে ঘরে থাকা নিশ্চিত করা হবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন