২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ৪:১৫

খুলনায় ৭ অনলাইন জুয়াড়ি গ্রেফতার

প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৩

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক: গত ১৬ আগস্ট গভীর রাতে লবণচরা থানা পুলিশের বিশেষ অভিযানে সাচিবুনিয়া স্কুলভিটাস্থ মিহির চায়ের দোকানের ভিতরে মোবাইল ফোন ব্যবহার করে অনলাইন জুয়া খেলার সময় অনলাইন জুয়াড়ি ১) মিল্টন মন্ডল (৩০), পিতা-মতিলাল মন্ডল, সাং-সাচিবুনিয়া স্কুলভিটা, থানা-লবণচরা; ২) শান্ত গোলদার (২৫), পিতা-শ্যামল গোলদার, সাং-রাঙ্গেমারী, থানা-বটিয়াঘাটা, জেলা-খুলনা; ৩) উজ্জল বালা(২৬), পিতা-সমার বালা, সাং-সাচিবুনিয়া স্কুলভিটা, থানা-লবণচরা; ৪) রিপন মন্ডল (৩১), পিতা-মৃত: গোপাল চন্দ্র মন্ডল, সাং-সাচিবুনিয়া স্কুল ভিটা, থানা-লবণচরা; ৫) অসীম মন্ডল(৩৬), পিতা-খিরোদ মন্ডল, সাং-সাচিবুনিয়া স্কুল ভিটা, থানা-লবণচরা; ৬) মোঃ মাসুম বিল্লা(২৬), পিতা-অজিয়ার সরদার, সাং-সাচিবুনিয়া স্কুল ভিটা, থানা-লবণচরা এবং ৭) দেবদাস রায়(৩৬), পিতা-ননী গোল রায়, সাং-সাচিবুনিয়া দরগা তলা, থানা-লবণচরা আসামীদেরকে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত জুয়াড়িদের নিকট হতে অনলাইন জুয়া খেলায় ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত অনলাইন জুয়াড়িদের বিরুদ্ধে লবণচরা থানার নন এফআইআর নং-১৩৩/২০২৩, তারিখ-১৬/০৮/২০২৩ ইং, ধারা-৯৫ কেএমপি অর্ডিন্যান্স দাখিল করা হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন