২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ২:২৩

খুলনায় সস্ত্রীক করোনা আক্রান্ত সাংবাদিক তানজির

প্রকাশিত: জুলাই ৩, ২০২০

  • শেয়ার করুন

খুলনা সাংবাদিক ইউনিয়নের সদস্য, দৈনিক তথ্য’র স্টাফ রিপোর্টার ও দৈনিক বাংলা সময়ের খুলনা ব্যুরো প্রধান এবং চ্যানেল খুলনা’র সিইও হাসানুর রহমান তানজির স্বস্ত্রীক করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। গত ২৫ জুন নমুনা দেয়ার পর আজ বৃহস্পতিবার পরীক্ষার পর ফলাফল পজেটিভ এসেছে বলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানানো হয়েছে।
এদিকে গত ১৫ দিন আগেই তিনি অসুস্থ হওয়ায় ঘরেই ছিলেন এবং চিকিৎসা গ্রহন করেন। কোন উপসর্গ না থাকা স্বত্তেও অনেকের অনুরোধে গত ২৫ জুন তানজির ও তার স্ত্রীর নমুনা প্রদান করেন। গতকাল তাদের করোনা পজেটিভ আসে। তারা এখন খালিশপুরস্থ নিজ বাড়িতেই আইসোলেশনে আছেন। বর্তমানে তাদের শারীরিক অবস্থা আগের থেকে অনেক ভাল কোন ধরনের করোনা উপসর্গ তাদের শরীরে নাই বা তাদের কোন সমস্যা হচ্ছে না।
হাসানুর রহমান তানজির বলেন, আমরা দু’জনই এখন বাসায় আইসোলেশনে রয়েছি৷ বাসায় আমার একটি মেয়ে বাবা মা এবং আরো অনেকেই রয়েছে৷ তাদেরও নমুনা পরীক্ষা করা হবে৷ আল্লাহর রহমতে শরীরে তেমন কোন উপসর্গ নেই। এখন পর্যন্ত সুস্থ আছি। তবে মাঝে মাঝে শ্বাস নিতে একটু সমস্যা হয়। তবে স্ত্রীর শরীর কিছুটা দূর্বল। তার স্ত্রী ও সকল করোনা আক্রান্ত রোগীদের জন্য দোয়া এবং সকলের মনবল বৃদ্ধির জন্য সকলকে সাহস দেওয়ার অনুরোধ জানান।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন