প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৩
তথ্য প্রতিবেদক : খুলনা মহানগরীর আড়ংঘাটার রাজাপুরে মাছের ঘের থেকে আবুল কালাম আজাদ (৫৫) নামে এক প্রতিবন্ধির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার বিকালে তেলিগাতির বাইপাসের মহসিন মোড়লের মাছের ঘের থেকে তার ক্ষতবিক্ষত গলাকাটা লাশ উদ্ধার হয়।
আড়ংঘাটা থানার ওসি মোঃ অহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার সাথে জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে।
নিহত আবুল কালাম আজাদ তেলিগাতী মধ্যপাড়ার শেখ গহর আলীর পুত্র।
নিহত আবুল কালাম আজাদের ছোট ভাই আজিজুর জানায়, রবিবার সকাল ৯টার দিকে তার ভাই কালাম বাসা থেকে বাইপাসের মাছের ঘেরের উদ্দেশ্যে বের হয়। দুপুরে বাসায় ভাত খেতে না আসায় বাড়ীর লোকজন তাকে খুঁজতে বের হয়।
খোঁজাখুজির এক পর্যায়ে বিকাল ৫টার দিকে তেলিগাতী বাইপাসের রাজাপুরের মহসিন মোড়লের মাছের ঘেরে তার পরনের লুঙ্গি এবং গামছা দেখতে পেয়ে ঘেরের মধ্যে খোঁজাখুজির শুরু করে। একপর্যায়ে মাছের ঘেরের জঙ্গলের মধ্যে থেকে কালামের গলাকাটা লাশ উদ্ধার করা হয়।
নিহতের ছোট ভাই আজিজুর এবং মফিজ আরও জানায়, চারোপাটা পাতাকে কেন্দ্র করে বেশ কয়েকদিন যাবত আমার ভাইয়ের সাথে প্রতিবেশী ঘের মালিকদের দ্বন্দ্ব চলছিল। প্রতিপক্ষ আমার ভাইকে ঘেরের মধ্যে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গলাকেটে তাকে হত্যা করতে পারে।
ঘটনাস্থলে উপস্থিত আড়ংঘাটা থানার এসআই লুৎফুল হায়দার জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তেলিগাতী বাইপাসের মাছের ঘের থেকে আবুল কালাম আজাদ নামের এক ব্যক্তির গলাকাটা একটি লাশ উদ্ধার করা হয়েছে।
উদ্ধরকৃত লাশের গলায় ধারালো অস্ত্র দিয়ে তাকে গলাকেটে হত্যা করা হয়েছে। এছাড়াও নিহতের কপালে, হাতে ধারালো অস্ত্র গিয়ে কোপানোর চিহ্ন রয়েছে। তিনি জানায় প্রাথমিক ভাবে ধারোনা করা যাচ্ছে পুর্বশত্রুতার জেরে অজ্ঞাত দুষ্কৃতিকারী তাকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করে মাছের ঘেরের জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে গেছে।
এ রির্পোট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।