১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ৯:১৭

খুলনার ৪ হাসপাতালের করোনা ইউনিটে ১৯ জনের মৃত্যু

প্রকাশিত: জুলাই ১৫, ২০২১

  • শেয়ার করুন

এম এ আলী, স্টাফ রিপোর্টার: খুলনার পৃথক ৪টি করোনা ডেডিকেটেড হাসপাতালে একদিনে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত ও উপসর্গে ১৯ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়।
মারা যাওয়া ১৯ জনের মধ্যে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড হাসপাতালে ১২ জন, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ৪ জন, খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ১ জন ও বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে ২ জনের মৃত্যু হয়েছে।
বুধবার (১৪ জুলাই) খুলনায় ১২ জনের মৃত্যু হয়।
শুক্রবার (৯ জুলাই) ২৭ জনের মৃত্যু হয়েছিল। যা ছিল এ পর্যন্ত খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ৮ জন ও উপসর্গ নিয়ে ৪ জন মিলে মোট ১২ জনের মৃত্যু হয়েছে।
মৃতরা হলেন- নগরীর সোনাডাঙ্গা এলাকার সুকুমার রায় (৫০), শাকিলা খাতুন (৬২), আমতলার লুৎফর রহমান (৭২), রূপসার আশরাফ উদ্দিন (৭৮), পাইকগাছার পারুল (৪৫), যশোর সদরের সুখজান বিবি (৫৫), অভয়নগরের মানছুরা খাতুন (৫৫) ও ফকিরহাটের হারাধন (৭৫)।
জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে খুলনার ফুলতলার তাছপুরের আবুল হাসান (৫০) নামে এক রোগী মারা গেছেন।
বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় খুলনার দাকোপের বাজুয়ার গুরুচরণ মন্ডল (৭৮) ও বাগেরহাটের সোনাকোলার তরফদার মকবুল হোসেন (৭২) নামে দুই রোগী মারা গেছেন।
শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ফোকাল পারসন ডা. প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে ৪ জন রোগী মারা গেছেন। মৃত ব্যক্তিরা হলেন- খুলনার খালিশপুরের শেখ শাহাবুদ্দিন (৭৮), দৌলতপুরের আমিনুল (৪৮), বটিয়াঘাটার সাহেদা পারভীন (৫০) এবং বাগেরহাট ফকিরহাটের বেতাগা গ্রামের সুফিয়া বেগম (৫০)।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন